ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় কী ? কোন গতিতে নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয় উভয়ই করে ? মগ্নচড়া সৃষ্টি হয় কী ভাবে ? উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূলে আংশিক জলপূর্ণ উপত্যকাকে কী বলে ? গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করে ? পার্বত্য উপত্যকায় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারের ব্যতিক্রমকে কী বলে ? ‘রেটুন প্রথা’ কোন চাষের সঙ্গে যুক্ ?? কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন ধরণের প্রজাতি সংরক্ষণের জন্য বিখ্যাত ? কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় ? জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলে ?
1 মগ্নচড়া সৃষ্টি হয় কী ভাবে ?
[A] শৈবাল সাগর অঞ্চলে স্রোতের ঘূর্ণাবর্তের দ্বারা
[B] উষ্ণ ও উষ্ণ স্রোতের মিলন
[C] শীতল ও উষ্ণ স্রোতের মিলনে
[D] শীতল ও শীতল স্রোতের মিলন
ANS :
2 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলে?
[A] ট্রাকিং
[B] কালচার
[C] ভার্নালাইজেশন
[D] কম্পোস্টিং
ANS :
3 উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূলে আংশিক জলপূর্ণ উপত্যকাকে কী বলে?
[A] স্পিট
[B] রিয়া
[C] ডালমেশিয়ান
[D] ফিয়র্ড
ANS :
4 পার্বত্য উপত্যকায় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারের ব্যতিক্রমকে কী বলে ?
[A] অ্যাডিয়াবেটিক ল্যাপ্স রেট
[B] নরমাল ল্যাপ্স রেট
[C] ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপ্স রেট
[D] বৈপরীত্য উত্তাপ
ANS :
5 গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করে ?
[A] ডেভিস
[B] গিল বার্ট
[C] পেঁঙ্ক
[D] পিচো
ANS :
6 রেটুন প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত ?
[A] তিসি চাষ
[B] পাট চাষ
[C] ধান চাষ
[D] আখ চাষ
ANS :
7 কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় ?
[A] গোদাবরী
[B] কাবেরী
[C] কৃষ্ণা
[D] মহানদী
ANS :
8 ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় কী ?
[A] বিহারীনাথ
[B] শুশুনিয়া
[C] গোরক্ষনাথ
[D] পরেশনাথ
ANS :
9 কোন গতিতে নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয় উভয়ই করে ?
[A] উচ্চগতি
[B] উচ্চ-মধ্য গতি
[C] নিম্ন গতি
[D] মধ্য গতি
ANS :
10 কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন ধরণের প্রজাতি সংরক্ষণের জন্য বিখ্যাত ?
[A] রয়াল বেঙ্গল টাইগার
[B] একশৃঙ্গ গণ্ডার
[C] রেড পান্ডা
[D] কুস্তুরি মৃগ
ANS :