ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় ? ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ? ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ? একটি জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান কত হয়? নিচের কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ? কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক হয়? মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত শৃঙ্গটিকে কী বলা হয় ? উত্তর দক্ষিণ করিডোর কোন দুটি শহরকে যুক্ত করেছে ? ছদ্মরঙে উপস্থাপিত উপগ্রহ চিত্রে বনভূমির রঙ কী? উপত্যকা হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলে ?
1 ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ?
[A] ভেম্বানাদ
[B] কায়ামকুলাম
[C] পুলিকট
[D] চিল্কা
ANS :
2 কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক হয় ?
[A] একাদশীতে
[B] নবমীতে
[C] পূর্ণিমা তিথিতে
[D] অমাবস্যা তিথিতে
ANS :
3 ছদ্মরঙে উপস্থাপিত উপগ্রহ চিত্রে বনভূমির রঙ কী ?
[A] সবুজ
[B] হলুদ
[C] লাল
[D] কালো
ANS :
4 ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় ?
[A] থানে
[B] হালিশহর
[C] টিটাগর
[D] ঘুসুড়িতে
ANS :
5 ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
[A] আবহবিকার
[B] পর্যায়ন
[C] পুঞ্জিত ক্ষয়
[D] রেগলেশন
ANS :
6 মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত শৃঙ্গটিকে কী বলা হয় ?
[A] সিরাক
[B] নেভে
[C] বার্গসুন্দ্র
[D] নুনাটাক
ANS :
7 নিচের কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ?
[A] পচা শাকসবজি
[B] ভাঙা ল্যাম্প
[C] ভাঙ্গা কিবোর্ড
[D] ইনজেকশন সিরিঞ্জ
ANS :
8 উত্তর দক্ষিণ করিডোর কোন দুটি শহরকে যুক্ত করেছে ?
[A] লেহ ও কন্যাকুমারী
[B] রোটক ও ব্যাঙ্গালোর
[C] জম্মু ও ব্যাঙ্গালোর
[D] জম্মু ও কন্যাকুমারী
ANS :
9 উপত্যকা হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলে ?
[A] ক্রেভাস
[B] সিরাক
[C] নুনাটাক
[D] বার্গসুন্ডা
ANS :
10 একটি জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান কত হয় ?
[A] ৫ ঘণ্টা ১২ মিনিট
[B] ৪ ঘণ্টা ৩৫ মিনিট
[C] ৪ ঘণ্টা ১৫ মিনিট
[D] ৬ ঘণ্টা ১৩ মিনিট
ANS :