সোনালি তন্তু নাম পরিচিত কে? Fly Ash উৎপন্ন হয় কোথা থেকে? ভারতের গড় জনঘনত্ব কত? একটি e - বর্জ্যের উদাহরণ দাও ? বায়ুমণ্ডলের রক্ষাকবচ কাকে বলা হয় ? সার্ভে অফ ইণ্ডিয়ার সদর দফতর কোথায় অবস্থিত? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী? নিম্নের কোনটি প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত ? কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
1 একটি e - বর্জ্যের উদাহরণ দাও ?
[A] মোবাইলের ব্যাটারি
[B] গৃহস্থালীর আবর্জনা
[C] ইটভাটা থেকে নিসৃত বজ্র
[D] চিনি শিল্প থেকে নিসৃত বজ্র
ANS :
2 আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কী ?
[A] কর্ণাটক
[B] মধ্যপ্রদেশ
[C] রাজস্থান
[D] উত্তর প্রদেশ
ANS :
3 Fly Ash উৎপন্ন হয় কোথা থেকে ?
[A] কাগজ শিল্প কেন্দ্র থেকে
[B] পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে
[C] জলবিদ্যুৎ কেন্দ্র থেকে
[D] তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে
ANS :
4 সার্ভে অফ ইণ্ডিয়ার সদর দফতর কোথায় অবস্থিত ?
[A] বিশাখাপত্তনম
[B] মুম্বাই
[C] কলকাতা
[D] দেরাদুন
ANS :
5 সোনালি তন্তু নাম পরিচিত কে ?
[A] কার্পাস
[B] শন্
[C] পাট
[D] কোনটাই নয়
ANS :
6 ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] বিশাখাপত্তনম
[B] ভূপাল
[C] দেরাদুন
[D] যোধপুর
ANS :
7 কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ?
[A] নরম্যান মায়ার্স
[B] নরম্যান বরলোগ
[C] নরম্যান কুরিয়ান
[D] এম এস স্বামীনাথন
ANS :
8 নিম্নের কোনটি প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত ?
[A] গ্রীনল্যান্ড
[B] লাব্রাডার
[C] ক্যানারি
[D] বেরিং
ANS :
9 বায়ুমণ্ডলের রক্ষাকবচ কাকে বলা হয় ?
[A] ম্যাগনেটোস্ফিয়ার
[B] মেসোস্ফিয়ার
[C] ট্রপস্ফিয়ার
[D] ওজনস্ফিয়ার
ANS :
10 ভারতের গড় জনঘনত্ব কত ?
[A] ২১২ জন প্রতি বর্গ কিমিতে
[B] ৪৩২ জন প্রতি বর্গ কিমিতে
[C] ২০২ জন প্রতি বর্গ কিমিতে
[D] ৩৮২ জন প্রতি বর্গ কিমিতে
ANS :