কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় ? চিন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে ? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে? কোন দেশকে ফিয়র্ডের দেশ বলে ? মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে কী সৃষ্টি করে ? এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি ? উপগ্রহচিত্রে কোন রঙের ব্যবহার করা হয় ? সোনালি চতুর্ভুজ সড়কপথের মোট দৈর্ঘ্য কত ? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ? ঝড়ের চক্ষু কোন ঘূর্ণবাতে দেখা যায় ?
1 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
[A] দিল্লি থেকে আগ্রা
[B] দিল্লি থেকে মুম্বাই
[C] কলকাতা থেকে সুরাট
[D] বারানসি থেকে কন্যাকুমারী
ANS : বারাণসী থেকে কন্যাকুমারী
2 ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে ?
[A] দিল্লি
[B] হায়দ্রাবাদ
[C] এলাহাবাদ
[D] চেন্নাই
ANS : এলাহাবাদ
3 ঝড়ের চক্ষু কোন ঘূর্ণবাতে দেখা যায় ?
[A] নাতিসিতুস্নো ঘূর্ণবাত
[B] ক্রান্তীয় ঘূর্ণবাত
[C] মৌসুমী বায়ুতে
[D] জেট প্রবাহে
ANS : ক্রান্তীয় ঘূর্ণবাতে
4 চিন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে ?
[A] উইলি উইলি
[B] টর্নেডো
[C] সাইক্লোন
[D] টাইফুন
ANS : টাইফুন
5 মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে কী সৃষ্টি করে ?
[A] ড্রেইকান্তার
[B] গৌর
[C] ডিমোইসেলি
[D] জিউগেন
ANS : জিউগেন
6 কোন দেশকে ফিয়র্ডের দেশ বলে ?
[A] জাপান
[B] ফ্রান্স
[C] নরওয়ে
[D] সুইডেন
ANS : নরওয়ে
7 উপগ্রহচিত্রে কোন রঙের ব্যবহার করা হয় ?
[A] FAC
[B] FAO
[C] ACC
[D] FCC
ANS : FCC
8 সোনালি চতুর্ভুজ সড়কপথের মোট দৈর্ঘ্য কত ?
[A] ৮২৪১ কিমি
[B] ৮৩২৬ কিমি
[C] ৮১২৬ কিমি
[D] ৮৫৪৬ কিমি
ANS : ৮৫৪৬ কিমি
9 এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি ?
[A] সম্বর
[B] কায়ামকুলাম
[C] ভীমতাল
[D] চিল্কা
ANS : চিল্কা
10 কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় ?
[A] গেরসপ্পা জলপ্রপাত
[B] চিত্রকুট জলপ্রপাত
[C] হুদ্রু
[D] কুন্চিকল
ANS : চিত্রকুট জলপ্রপাত