1 ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন, তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ?
[A] লোকসভার অধ্যক্ষ
[B] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
[C] UPSC চেয়ারম্যান
[D] প্রধানমন্ত্রী
ANS :
2 প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা তাঁর মৃত্যু হলে –
[A] আপনা থেকে মন্ত্রিপরিষদ ভেঙে যায়
[B] মন্ত্রিপরিষদের প্রবীণতম সদস্য কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর পদে বহাল থাকেন
[C] আপনা থেকে লোকসভা ভেঙে যায়
[D] রাষ্ট্রপতি তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন
ANS :
3 রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিস্পত্তি করে কে ?
[A] নির্বাচন কমিশন
[B] সুপ্রিম কোর্ট
[C] সংসদ
[D] হাইকোর্ট
ANS :
4 লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন ?
[A] রাষ্ট্রপতি
[B] প্রধানমন্ত্রী
[C] লোকসভার ডেপুটি স্পিকার
[D] সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি
ANS :
5 ১৯৩৫ সালে প্রথম কে গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন ?
[A] জওহরলাল নেহেরু
[B] এম. এন. রায়
[C] রাজেন্দ্র প্রসাদ
[D] আম্বেদকর
ANS :
6 সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় ?
[A] ৩৫২
[B] ৩৫৫
[C] ৩৫৬
[D] ৩৬০
ANS :
7 শাসনতন্ত্রের ৩৬০ ধারা অনুসারে অর্থনীতির কারণে রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থার ঘোষণা কত দিনের মধ্যে সংসদে অনুমোদন করতে হয় এবং সর্বাধিক কতদিন পর্যন্ত তা বহাল থাকে ?
[A] এক মাস , ছয় মাস
[B] এক মাস , এক বছর
[C] দুই মাস, এক বছর
[D] দুই মাস, অনির্দিষ্টকাল
ANS :
8 কোন সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় ?
[A] সপ্তম সংবিধান সংশোধনী, ১৯৫৬
[B] ৪২তম সংবিধান সংশোধনী, ১৯৭৬
[C] ২৪তম সংবিধান সংশোধনী, ১৯৭১
[D] ৪৪তম সংবিধান সংশোধনী, ১৯৭৮
ANS :
9 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিমকোর্টকে তার পূর্বঘোষিত কোনো রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করেছে ?
[A] ১৩০
[B] ১৩৭
[C] ১৩৮
[D] ১৩৯
ANS :
10 সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে – রাজ্যপাল রাজ্যমন্ত্রীসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন ?
[A] ১৬০
[B] ১৬১
[C] ১৬২
[D] ১৬৩
ANS :