প্লাবনভূমি, ব-দ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে ? টোপোগ্রাফিক্যাল মানচিত্রে অনিত্যবহ নদী কী রঙ দ্বারা দেখানো হয়? ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে কী বলে? সূর্য প্রায় সারাবছর লম্বভাবে কিরণ দেয় কোথায়? কচ্ছের রাণে পতিত নদীর নাম কী? ব্রাজিল স্রোত, জাপান স্রোত, আগুলহাস স্রোত এগুলি কোন ধরণের সমুদ্র স্রোতের উদাহরণ ? কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয়? তুরস্কের মিয়েণ্ড্রেস নদীর নামানুসারে যে নদী গঠিত ভূমিরূপ বৈশিষ্ট্যের নামকরণ করা হয়েছে তা কী ? মালনাদ কী?
1 নিচে উল্লেখিত কোন নদীটি কচ্ছের রাণে পতিত হয়েছে ?
[A] ঘর্ঘরা
[B] লুনী
[C] তাপ্তি
[D] সবরমতী
ANS :
2 কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয় ?
[A] মধ্য অক্ষাংশীয় জলবায়ু অঞ্চল
[B] মেরু জলবায়ু অঞ্চল
[C] মরু জলবায়ু অঞ্চল
[D] নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
ANS :
3 তুরস্কের মিয়েণ্ড্রেস নদীর নামানুসারে যে নদী গঠিত ভূমিরূপের নামকরণ করা হয়েছে সেটি কোনটি ?
[A] জিগ জ্যাগ নদী প্রবাহ
[B] ক্যানিয়ন
[C] মোনাডনক
[D] মিয়েণ্ডার
ANS :
4 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে অনিত্যবহ নদী কী রঙ দ্বারা দেখানো হয় ?
[A] কালো রঙ
[B] হালকা নীল্
[C] ঘন নীল্
[D] হালকা বাদামী
ANS :
5 ব্রাজিল স্রোত, জাপান স্রোত, আগুলহাস স্রোত এগুলি কোন ধরণের সমুদ্র স্রোতের উদাহরণ ?
[A] শীতল স্রোত
[B] উষ্ণ স্রোত
[C] নিম্নগামী স্রোত
[D] কোনটাই নয়
ANS :
6 ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
[A] চৌখাম্বা
[B] দেরাদুন
[C] মুম্বাই
[D] কেরল
ANS :
7 প্লাবনভূমি, ব-দ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে ?
[A] নগ্নিভবন
[B] আরোহন
[C] অবরোহন
[D] পুনযৌবন
ANS :
8 মালনাদ কী ?
[A] পর্বত
[B] জলাধার
[C] উপত্যাকা
[D] ব্যবচ্ছিন্ন মালভূমি
ANS :
9 পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে কী বলে ?
[A] প্রয়োগ
[B] বিয়োগ
[C] অনুযোগ
[D] প্রতিযোগ
ANS :
10 সূর্য প্রায় সারাবছর লম্বভাবে কিরণ দেয় কোথায় ?
[A] নিরক্ষরেখার
[B] মেরুরেখা
[C] মেরুদন্ডে
[D] ক্রান্তীয় অঞ্চলে
ANS :