Black Cotton Soil নামে কে পরিচিত ? ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? সেলুলোজ বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয় ? বরফমুক্ত পর্বতচূড়াকে কী বলে? শাকসব্জি, ফল ও ফুলের বাণিজ্যিক উৎপাদনকে কী বলে ? মরুভূমির শুষ্ক নদীখাত কী নামে পরিচিত? শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে কী বলে? ঋতু পরিবর্তনহীন জলবায়ু কোনটি ? দুটি সিফ্ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল কী নাম পরিচিত ? আদমসুমারি (২০১১) অনুযায়ী নগর হতে গেলে কত জনসংখ্যা প্রয়োজন ?
1 আদমসুমারি (২০১১) অনুযায়ী নগর হতে গেলে কত জনসংখ্যা প্রয়োজন ?
[A] ১ লক্ষ এর কম
[B] পঞ্চাশ হাজারের কম
[C] ২ লক্ষের বেশি
[D] ১ লক্ষ বা তার বেশি
ANS :
2 শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে কী বলে ?
[A] চৌখাম্বা
[B] কোটা
[C] পাটলি
[D] দুন
ANS :
3 Black Cotton Soil নামে কে পরিচিত ?
[A] পিট্ মাটি
[B] পডর্সল
[C] চারনোজেম
[D] কৃষ্ণ মৃত্তিকা
ANS :
4 মরুভূমির শুষ্ক নদীখাত কী নামে পরিচিত ?
[A] ডেকান ট্রাপ
[B] ওয়াদি
[C] ড্রেইকান্টার
[D] বাজাদা
ANS :
5 বরফমুক্ত পর্বতচূড়াকে কী বলে ?
[A] বার্গ শুন্ডা
[B] করি
[C] সিরাক
[D] নুনাটকস
ANS :
6 ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
ANS :
7 দুটি সিফ্ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল কী নাম পরিচিত ?
[A] বার্খানয়েদ
[B] বার্খান
[C] হোয়েলব্যাক
[D] গাসি
ANS :
8 ঋতু পরিবর্তনহীন জলবায়ু কোনটি ?
[A] ভূমধ্যসাগরীয় জলবায়ু
[B] মরু জলবায়ু
[C] ক্রান্তীয় জলবায়ু
[D] নিরক্ষীয় জলবায়ু
ANS :
9 সেলুলোজ বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয় ?
[A] লৌহ শিল্প
[B] বস্ত্রবয়ন
[C] মোটরগাড়ি নির্মান শিল্প
[D] ইক্ষু বা শর্করা
ANS :
10 শাকসব্জি, ফল ও ফুলের বাণিজ্যিক উৎপাদনকে কী বলে ?
[A] একুয়াকালচার
[B] বাণিজ্যিক কৃষি
[C] বাগিচা কৃষি
[D] হর্টিকালচার বা উদ্যান কৃষি
ANS :