মহম্মদ বিন তুঘলক দিল্লিতে যে শহরের গােড়াপত্তন করেছিলেন তার নাম কী ? আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ? বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন ? দিল্লির কোন সুলতানবংশ মােগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল ? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয় ? পশ্চিম দিক থেকে বাবর কোন অঞ্চল দিয়ে প্রথম ভারতে প্রবেশ করেন ? নীচের কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ? কাকে ভারতের নেপােলিয়ান আখ্যা দেওয়া হয়েছে ?
1 কাকে ভারতের নেপােলিয়ান আখ্যা দেওয়া হয়েছে ?
[A] সমুদ্রগুপ্ত
[B] শােক
[C] চন্দ্রগুপ্ত
[D] হর্ষবর্ধন
ANS :
2 নীচের কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ?
[A] চোল
[B] চালুক্য
[C] পল্লব
[D] পান্ড্য
ANS :
3 চোল এবং পল্লব উভয়দেরই রাজধানী নীচের কোনটি ছিল ?
[A] কাঞ্চিপুরম
[B] কান্দলা
[C] কোট্টায়ম
[D] কনৌজ
ANS :
4 মহম্মদ বিন তুঘলক দিল্লিতে যে শহরের গােড়াপত্তন করেছিলেন তার নাম কী ?
[A] শাজাহানাবাদ
[B] ফরিদাবাদ
[C] ইন্দ্রপ্রস্থ
[D] জানপনাহ
ANS :
5 হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয় ?
[A] কনিষ্ক
[B] সমুদ্রগুপ্ত
[C] মহেন্দ্রবর্মণ
[D] প্রথম চন্দ্রগুপ্ত
ANS :
6 আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?
[A] 1001 খ্রিস্টাব্দে
[B] 1018 খ্রিস্টাব্দে
[C] 712 খ্রিস্টাব্দে
[D] 760 খ্রিস্টাব্দে
ANS :
7 বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
[A] নরসিংহ বর্মন
[B] রাজেন্দ্র চোল
[C] হরিহর ও বুককা
[D] বিজয় সেন
ANS :
8 বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন ?
[A] চিকিৎসাশাস্ত্র
[B] শারীরবিদ্যা
[C] জ্যোতির্বিদ্যা
[D] সাহিত্য
ANS :
9 দিল্লির কোন সুলতান বংশ মােগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল ?
[A] লােদী
[B] তুঘলক
[C] দাস
[D] খলজি
ANS :
10 পশ্চিম দিক থেকে বাবর কোন অঞ্চল দিয়ে প্রথম ভারতে প্রবেশ করেন ?
[A] কাশ্মীর
[B] সিন্ধু
[C] পাঞ্জাব
[D] রাজস্থান
ANS :