Geography MCQ Question And Answer part 22 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 22 |
1 || শহরের শ্রেণী বিভাগের সর্বাধিক উল্লেখযোগ্য ভিত্তি হলো ? |
[A] আয়তন [B] কাজকর্ম [C] অবস্থান [D] জনসংখ্যা |
ANS :
জনসংখ্যা
|
2 || নিচের কোন অঞ্চলটি সর্বাধিক ভূমিকম্প প্রবন ? |
[A] পশ্চিম ঘাট [B] উত্তর ভারতের সমভূমি [C] গঙ্গা - ব্রহ্ম পুত্র উপত্যকা [D] দাখিনাত্য মালভূমি |
ANS :
গঙ্গা - ব্রহ্ম পুত্র উপত্যকা
|
3 || ঋতু পরিবর্তন সর্বাপেক্ষা কম অনুভূত হয় ? |
[A] কর্কটক্রান্তি রেখাতে [B] মেরু অক্ষরেখা তে [C] নিরক্ষরেখা [D] মূলমধ্য রেখাতে |
ANS :
মেরু অক্ষরেখা তে
|
4 || ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ? |
[A] জোনাহা [B] যোগ [C] কল্কা [D] কোনোটাই নয় |
ANS :
যোগ
|
5 || ভারতের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও প্রযুক্তিতে তৈরী পারমানবিক শক্তিকেন্দ্র কোনটি ? |
[A] তারাপুর [B] কালপক্কম [C] নাররা [D] রানাপ্রতাপ সাগর |
ANS :
কালপক্কম
|
6 || ভারতের কোন শহরকে ' এশিয়ার রোম ' বলে ? |
[A] আমেদাবাদ [B] তিরুচিরাপল্লী [C] মহিশুর [D] দিল্লি |
ANS :
দিল্লি
|
7 || মেঘালয় এর প্রধান শস্য কি ? |
[A] আখ [B] মাইলো [C] ধান [D] মিলেট |
ANS :
আখ
|
8 || লৌহ ইস্পাত উত্পাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ? |
[A] দ্বিতীয় [B] সপ্তম [C] অষ্টম [D] নবম |
ANS :
অষ্টম
|
9 || ভুতব্কের উপরের অংশ সাধারণত কোন শিলাতে গঠিত ? |
[A] গ্রানাইট [B] ব্যাসল্ট [C] চুনাপাথর [D] ডলোমাইট |
ANS :
গ্রানাইট
|
10 || ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ? |
[A] সিয়াচেন [B] বলটার [C] গঙ্গোত্রী [D] হিস্পার |
ANS : সিয়াচেন |