WBCS,PSC GEOGRAPHY general knowledge questions and answers in bengali Part 26 || KORMOZOG |
1 || নিচের কোনটি পৃথিবীপৃষ্ঠ থেকে সবচেয়ে দূরবর্তী বায়ুস্তরের ?
[A] আয়নস্ফিয়ার
[B] ট্রপস্ফিয়ার
[C] এক্সস্ফিয়ার
[D] বায়োস্ফিয়ার
ANS :
এক্সস্ফিয়ার
2 || জলজ প্রাথমিক খাদক হলো ?
[A] জলজ কীট পতঙ্গ
[B] পতঙ্গের লার্ভা
[C] প্লাংটন
[D] উপরের সবকয়টি
ANS :
উপরের সবকয়টি
3 || মিনামাটা বিপর্যয় ঘটেছিল ?
[A] জাপানে
[B] উত্তর কোরিয়াতে
[C] ইংল্যান্ডে
[D] দক্ষিন কোরিয়াতে
ANS :
জাপানে
4 || উপকূলবর্তী সংকীর্ণ উপসাগর কে বলে ?
[A] ব্লো হোল
[B] স্পিট
[C] খাড়ি
[D] ক্রীয়ল
ANS :
খাড়ি
5 || ভুমধ্য সাগরের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?
[A] রোডস
[B] মাল্টা
[C] সাইপ্রাস
[D] সিসিলি
ANS :
সিসিলি
6 || ভারতের সবচেয়ে উচুতে অবস্থিত সড়ক পথ হলো ?
[A] খারদুঙলা
[B] কুলু
[C] শিলং
[D] লে
ANS :
লে
7 || প্রাথমিক শিলা বলা হয় ?
[A] রুপান্তরিত শিলা কে
[B] অগ্নেয় শিলা কে
[C] ব্যাসল্ট শিলা কে
[D] স্তরীভুত শিলা কে
ANS :
অগ্নেয় শিলা কে
8 || গ্রহদের গতি সংক্রান্ত সুত্র টি কার ?
[A] আইনস্টাইন
[B] নিউটন
[C] কেপলার
[D] বয়লার
ANS :
কেপলার
9 || ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো ?
[A] রাজস্থান
[B] উত্তরপ্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] রাজস্থান
ANS :
মধ্যপ্রদেশ
10 || ভিল কোন রাজ্যের অধিবাসী গোষ্ঠী ?
[A] মধ্যপ্রদেশ
[B] রাজস্থান
[C] বিহার
[D] অন্ধ্র প্রদেশ
ANS :
মধ্যপ্রদেশ