550+ Biology (জীববিদ্যা ) questions and answers in bengali language part 21 || kormozog |
1 || সালোক সংশ্লেষ পক্রিয়াতে জারণ ঘটে ?
[A] H2O
[B] CO2
[C] NO2
[D] O2
ANS :
H2O
2 || গমন কালে দেহের ভারসাম্য রক্ষা করে ?
[A] গুরু মস্তিস্ক
[B] যোজক
[C] শুসম্নাশীর্ষক
[D] লঘু মস্তিস্ক
ANS :
লঘু মস্তিস্ক
3 || মাছের গমন পদ্ধতির নাম হলো ?
[A] হন্টন
[B] উদ্দয়ন
[C] সন্তরণ
[D] লম্ফন
ANS :
সন্তরণ
4 || ব্যাঙ|চির রুপান্তরে সাহায্যকারী হরমোন হলো ?
[A] থাইরক্সিন
[B] অ্যাদ্রিনালীন
[C] ইন্সুলিন
[D] STH
ANS :
থাইরক্সিন
5 || মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা কত ?
[A] 14 জোড়া
[B] 11 জোড়া
[C] 12 জোড়া
[D] 16 জোড়া
ANS :
12 জোড়া
6 || মানুসের প্রতি ডেসিলিটার রক্তে সীসার গ্র|হ্য মাত্রা কত ?
[A] 5 mg
[B] 10 mg
[C] 15 mg
[D] 20 mg
ANS :
10 mg
7 || মাইক্রো নিউট্রিয়েন্ট হলো ?
[A] পটাসিয়াম
[B] ক্যালসিয়াম
[C] ম্যাগনেসিয়াম
[D] বোরণ
ANS :
বোরণ
8 || নিচের কোনটি শ্বেতসার ?
[A] আলু
[B] কচু
[C] ওল
[D] উপরের সবকয়টি
ANS :
উপরের সবকয়টি
9 || ভ্যাকসিনেসন এর আবিস্কারক হলেন ?
[A] পাস্তুর
[B] জেনার
[C] মেন্ডেল
[D] ওয়াটসন
ANS :
জেনার
10 || শ্বসনের ফলে মোট কত অনু ATP উত্পন্ন হয় ?
[A] 38
[B] 39
[C] 40
[D] 41
ANS :
38