500+ Biology (জীববিদ্যা ) questions and answers in bengali language Part 20 || Kormozog |
1 || নিচের কোন রাসায়নিক পদার্থ হার ও দাঁতে থাকে ?
[A] ক্যালসিয়াম ক্লোরাইড
[B] ক্যালসিয়াম বড়েট
[C] ক্যালসিয়াম ফসফেট
[D] ক্যালসিয়াম সালফেট
ANS :
ক্যালসিয়াম ফসফেট
2 || কোনো নির্দিস্ট অঞ্চল বা পরিবেশের অন্তরভুক্ত প্রাণী গোষ্ঠী কে বলে ?
[A] ফ্লোরা
[B] বায়োম
[C] ফনা
[D] সাইকাস
ANS :
ফনা
3 || ক্রেটিনিজম হয় কোনটির অভাবে ?
[A] ভিটামিন B12
[B] ক্যালসিটোনিন
[C] গ্রোথ হরমন
[D] থাইরক্সিন
ANS :
থাইরক্সিন
4 || পিত্তরসে কোন উত্সেচক থাকে ?
[A] পেপসিন
[B] ট্রায়ালিন
[C] ট্রিপসিন
[D] উপরের সবকয়টি
ANS :
ট্রিপসিন
5 || প্রোটিন সংস্লেসিত হয় ?
[A] মাইট্রকন্দিয়া
[B] লিভার
[C] গলগি বস্তু
[D] রাইবোজমে
ANS :
রাইবোজমে
6 || কান্ডের অংশ নয় নিচের কোনটি ?
[A] মুকুল
[B] পর্বমধ্য
[C] পর্ব
[D] মুলত্র
ANS :
মুলত্র
7 || পরাশ্রয়ী মূল থাকে ?
[A] গুলঞ্চতে
[B] রাস্নাতে
[C] মনোট্রপায়
[D] ইপিকাকে
ANS :
রাস্নাতে
8 || পাতিলেবুতে কোন অ্যাসিড থাকে ?
[A] ম্যালিক
[B] ল্যাকটিক
[C] সাইট্রিক
[D] টারটারিক
ANS :
সাইট্রিক অ্যাসিড
9 || কিসের অভাবে উদ্ভিদের ক্লোরসিস হয় ?
[A] ক্যালসিয়াম
[B] সোডিয়াম
[C] ম্যাগনেসিয়াম
[D] পটাসিয়াম
ANS :
ম্যাগনেসিয়াম
10 || শ্বসন পক্রিয়াতে জীব দেহের শুস্ক ওজন ?
[A] হ্রাস পায়
[B] একই থাকে
[C] বৃদ্ধি পায়
[D] অতিরিক্ত বৃদ্ধি পায়
ANS :
হ্রাস পায়