বায়ু দ্বারা সূক্ষ্ম পীত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কী বলে? নিচের কোনটি একটি বিষহীন বর্জ্য ? কোন স্কেল একক বিহীন হয়? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরটি কোথায় অবস্থিত? সাহারার প্রস্তরময় মরুভূমিকে কী বলে ? ভারতের দীর্ঘতম নদীবাঁধ গড়ে উঠেছে কোন নদীতে ? শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র প্রথম কোথায় গড়ে উঠেছিল ? ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? ভাঙা মনিটর কিসের উদাহরণ?
1 কোন স্কেল একক বিহীন হয় ?
[A] ভার্নিয়ার স্কেল
[B] ডায়াগোনাল স্কেল
[C] রৈখিক স্কেল
[D] R.F স্কেল
ANS :
2 শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
[A] ইরাবতী
[B] শতদ্রু
[C] কৃষ্ণা
[D] কাবেরী
ANS :
3 ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
[A] রাজস্থান
[B] উত্তর প্রদেশ
[C] বিহার
[D] পশ্চিমবঙ্গ
ANS :
4 ভারতের দীর্ঘতম নদীবাঁধ গড়ে উঠেছে কোন নদীতে ?
[A] দামোদর
[B] গঙ্গা
[C] গোদাবরী
[D] মহানদী
ANS :
5 নিচের কোনটি একটি বিষহীন বর্জ্য ?
[A] পারদ
[B] ক্যাডমিয়াম
[C] সিসা
[D] খাবারের অবশিষ্টাংশ
ANS :
6 সাহারার প্রস্তরময় মরুভূমিকে কী বলে ?
[A] হামাদা
[B] মিলেট সিড স্যান্ড
[C] কাতার
[D] ড্রেইকান্তার
ANS :
7 বায়ু দ্বারা সূক্ষ্ম পীত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কী বলে ?
[A] মিলেট সিড স্যান্ড
[B] ওয়েসিস
[C] হামাদা
[D] লোয়েস
ANS :
8 ভাঙা মনিটর কিসের উদাহরণ ?
[A] সি
[B] ডি
[C] ই
[D] ওয়াই
ANS :
9 ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরটি কোথায় অবস্থিত ?
[A] মুম্বাই
[B] কলকাতা
[C] চেন্নাই
[D] দিল্লি
ANS :
10 ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র প্রথম কোথায় গড়ে উঠেছিল ?
[A] বজ বজ
[B] হালিশহর
[C] ঘুসুড়ি
[D] টিটাগর
ANS :