| 250+ GK Questions & Answers Practice MCQ on Indian History part 26 || KORMOZOG |
| 1 || মহাবলীপুরমের রথমন্দির কোন বংশীয় রাজাদের আমলে নির্মিত হয় ? |
[A] চোল [B] পল্লব [C] চালুক্য [D] গুপ্ত |
| ANS :
পল্লব
|
| 2 || কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে দেন ? |
[A] বাবর [B] আকবর [C] জাহাঙ্গীর [D] শাহজাহান |
| ANS :
আকবর
|
| 3 || কে বাংলা দেশে দৈত্ব শাসনের অবসান ঘটান ? |
[A] লর্ড ওয়ারেন হেস্টিং [B] লর্ড মাউন্ট ব্যাটেন [C] লর্ড ডালহৌসী [D] লর্ড লিটন |
| ANS :
লর্ড ওয়ারেন হেস্টিং
|
| 4 || নিচের কোন গ্রন্থটি কালিদাস রচিত নয় ? |
[A] রঘুবংশম [B] কাদম্বরী [C] মালোবিকাগ্নিমিত্রম [D] মেঘদুতম |
| ANS :
কাদম্বরী
|
| 5 || ভারতে বুনিয়াদী শিক্ষার জনক কাকে বলা হয় ? |
[A] স্বামী বিবেকানন্দ [B] জহরলাল নেহেরু [C] মহাত্মা গান্ধী [D] বিনোবা ভাবে |
| ANS :
মহাত্মা গান্ধী
|
| 6 || বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন ? |
[A] সি রাজা গোপালাচারি [B] বিত্তল ভাই প্যাটেল [C] মহাত্মা গান্ধী [D] বল্লভ ভাই প্যাটেল |
| ANS :
বল্লভ ভাই প্যাটেল
|
| 7 || সিন্ধু সভ্যতার সব থেকে বেশি নিদর্সন কোথায় পাওয়া যায় ? |
[A] হরপ্পা [B] কালিবন্গান [C] লোথাল [D] সুতকান্দর |
| ANS :
লোথাল
|
| 8 || অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন ? |
[A] সুজাতা [B] উগ্র সেন [C] উপগুপ্ত [D] দেবদত্ত |
| ANS :
উপগুপ্ত
|
| 9 || সাইমন কমিসন কবে ভারতে এসেছিল ? |
[A] ১৯২৭ খিস্টাব্দে [B] ১৯১৮ খিস্টাব্দে [C] ১৯০৭ খিস্টাব্দে [D] ১৯০৮ খিস্টাব্দে |
| ANS :
১৯২৭ খিস্টাব্দে
|
| 10 || দ্বিজাতি তত্বের প্রবক্তা কে ? |
[A] নবাব সেলিম উল্লাহ [B] মহম্মদ রসুল [C] স্যার সৈয়দ আহমেদ খান [D] নবাব সেলিম খান |
| ANS :
স্যার সৈয়দ আহমেদ খান
|