| Geography MCQ Question And Answer part 21 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 21 |
| 1 || উদ্বৃত্ত শ্রম তত্বের প্রবক্তা কে ? |
[A] ভনথুনেন [B] রিকাড [C] কেইনস [D] স্মিথ |
| ANS :
স্মিথ
|
| 2 || ভারতের এক মাত্র বেসরকারী তৈল শোধনাগার কোথায় অবস্থিত ? |
[A] ভাদদরা [B] কয়ালি [C] মুম্বাই [D] জামনগর |
| ANS :
জামনগর
|
| 3 || পাঞ্চেত জলবিদ্যুত কেন্দ্রটি কোন নদী পরিকল্পনার অন্তরভুক্ত ? |
[A] ময়ুরক্ষী [B] দামোদর [C] ফারাক্কা [D] চম্বল |
| ANS :
দামোদর
|
| 4 || নাগর নদী কোন নদীর উপনদী ? |
[A] মহানন্দা [B] তিস্তা [C] তোর্সা [D] রায়্ডাক |
| ANS :
মহানন্দা
|
| 5 || রিহান্দ বাঁধ কোন রাজ্যে আছে ? |
[A] বিহার [B] পাঞ্জাব [C] অন্ধ্র প্রদেশ [D] উত্তর প্রদেশ |
| ANS :
উত্তর প্রদেশ
|
| 6 || ভারতের কোথায় মুন্ডা উপজাতির বাস ? |
[A] ছোটনাগপুর [B] বুন্দেল খন্ড [C] রেওয়া মালভূমি [D] দাখিনাত্য মালভূমি |
| ANS :
ছোটনাগপুর
|
| 7 || ভাবর কোন অঞ্চলের ভুপ্রকিতির বৈশিষ্ট ? |
[A] শিবালিক অঞ্চলের [B] নিম্ন নদী উপত্যকা [C] দাখিনাত্য অঞ্চলের [D] পূর্বঘাট অঞ্চলের |
| ANS :
শিবালিক অঞ্চলের
|
| 8 || বায়ুমন্ডল কোন পদ্ধতিতে উত্তপ্ত হয় ? |
[A] বিকিরণ [B] পরিচলন [C] পরিবহন [D] উপরের সবকয়টি |
| ANS :
সবকয়টি
|
| 9 || ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে ? |
[A] আরব সাগরে [B] বঙ্গপোসাগরে [C] প্রশান্ত মহাসাগরে [D] ভারত মহাসাগরে |
| ANS :
বঙ্গপোসাগরে
|
| 10 || লবন উত্পাদনে ভারতে কোন রাজ্য প্রথম ? |
[A] গুজরাট [B] মহারাষ্ট্র [C] কর্নাটক [D] তামিলনারু |
| ANS : গুজরাট |