600+ general knowledge questions and answers in bengali language Part 8 || Kormozog |
1 || কত সালে প্রথম ভারতীয় উত্তর মেরু অভিযান করে ?
[A] ২০০৮ সালে
[B] ২০০৭ সালে
[C] ২০০৩ সালে
[D] ২০০২ সালে
ANS :
২০০৭ সালে
2 || ব্রান অয়েল পাওয়া যায় ___________ থেকে ?
[A] গম
[B] সরসে
[C] ভুট্টা
[D] ধান
ANS :
ধান
3 || "রাবিস " রোগ টি কোন প্রাণীর দ্বারা ছরায় ?
[A] ইন্দুর
[B] মশা
[C] কুকুর
[D] বেড়াল
ANS :
কুকুর
4 || একটি দেশের বনাঞ্চল সাধারণত কত % হওয়া উচিত ?
[A] ৩৩%
[B] ৫৬%
[C] ৪৫%
[D] ৪৬%
ANS :
৩৩%
5 || পানীয় জলের pH এর মাত্র কত হওয়া উচিত ?
[A] 9.5 - 10.5
[B] 6.5 - 8.5
[C] 2.4
[D] 8.2 - 10.1
ANS :
6.5 - 8.5
6 || গোন্ড কোন রাজ্যের অধিবাসী গোষ্ঠী ?
[A] রাজস্থান
[B] কর্নাটক
[C] মধ্যপ্রদেশ
[D] বিহার
ANS :
মধ্যপ্রদেশ
7 || কোন খনিজ পদার্থ আগুনে পোড়েনা বা সহজে ফুটো করা যায় না ?
[A] হিরে
[B] টাংস্টেন
[C] ক্রোমিয়াম
[D] অভ্র
ANS :
অভ্র
8 || হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর ?
[A] মহানদী
[B] যমুনা
[C] তাপ্তি
[D] গোমতি
ANS :
মহানদী
9 || মানুষের জিভে তেতো স্বাদ গৃহিত হয় ?
[A] সামনের অংশে
[B] সামনের ডানদিকে
[C] দুইপাশে
[D] পিছনের অংশে
ANS :
পিছনের অংশে
10 || পরিবহন নদীর কোন গতির প্রধান কাজ ?
[A] নিম্ন গতি
[B] উচ্চগতি
[C] মধ্যগতি
[D] কোনোটাই নয়
ANS :
মধ্যগতি