1 সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে ?
[A] ১ বছর
[B] ২ মাস
[C] ৩ মাস
[D] ৬ মাস
ANS :
2 ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নির্বাচিত হন ?
[A] লোকসভা দ্বারা নির্বাচিত হন
[B] সংসদের দুটি কক্ষের যুগ্ম অধিবেশনে উভয়কক্ষের দ্বারা নির্বাচিত হন
[C] রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
[D] লোকসভা দ্বারা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
ANS :
3 উপরাষ্ট্রপতি পুনর্নিবাচন সম্পর্কে ভারতীয় সংবিধানে –
[A] কিছু বলা হয়নি
[B] নিষেধ করা হয়েছে
[C] বলা হয়েছে মাত্র একবার বৈধ
[D] বলা হয়েছে সর্বাধিক দুইবার বৈধ
ANS :
4 নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে প্রথম রাজ্যসভার সাংসদ থাকাকালীন প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেছিলেন ?
[A] চৌধুরী চরণ সিং
[B] ইন্দিরা গান্ধী
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] নরসিমা রাও
ANS :
5 নিম্নলিখিত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?
[A] উপরাষ্ট্রপতি
[B] সলিসিটার জেনারেল
[C] এটর্নি জেনারেল
[D] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
ANS :
6 ভারতের সংবিধান Residuary Power ন্যস্ত করেছে নিচের কার উপর ?
[A] রাজ্যসভার ওপর
[B] কেন্দ্রীয় আইনসভার ওপর
[C] রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার ওপর যুগ্মভাবে
[D] ওপরের কোনোটির ওপর নয়
ANS :
7 কে সর্বপ্রথম ভারতের উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন ?
[A] এল. কে. আদবানি
[B] মোরারজি দেশাই
[C] চরণ সিং
[D] সর্দার বল্লভভাই প্যাটেল
ANS :
8 সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে ?
[A] ২৭
[B] ২৮
[C] ২৯
[D] ৩০
ANS :
9 রাজ্যসভায় মনোনীত প্রথম ভারতীয় নায়িকা কে ?
[A] নার্গিস দত্ত
[B] জয়াপ্রদা
[C] হেমা মালিনী
[D] জয়া বচ্চন
ANS :
10 মন্ত্রিপরিষদের সদস্যসংখ্যা কত হবে সেটি নির্ধারিত হয় ?
[A] সংবিধান দ্বারা
[B] প্রধানমন্ত্রী দ্বারা
[C] রাষ্ট্রপতি দ্বারা
[D] সংসদ দ্বারা
ANS :