শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয় ? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? ভারতে উপগ্রহ মানচিত্র কে প্রস্তুত করে ? কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে ? ভারতের বৃহত্তম মোটরগাড়ি তৈরির কারখানা কোনটি? ভারতের কোন কোন রাজ্যের রাজধানী চণ্ডীগড় ? ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি ? কোন রাজ্যেকে ভারতের চিনির বাটি বলে? জোয়ার, বাজরা ও রাগী এই তিন ক্ষুদ্র দানা শস্যকে কী বলে? কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ?
1 ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি ?
[A] কোচি
[B] সুরাট
[C] ওখা
[D] কাণ্ডালা
ANS :
2 কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ?
[A] ট্রপোস্ফিয়ার
[B] আয়োনোস্ফিয়ার
[C] স্ট্রাটোস্ফিয়ার
[D] ওজোন স্তর
ANS :
3 শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয় ?
[A] পর্বতের প্রতিবাত ঢালে
[B] পর্বতের অনুবাত ঢালে
[C] পর্বতের শীর্ষে
[D] পর্বতের পাদদেশে
ANS :
4 ভারতে উপগ্রহ মানচিত্র কে প্রস্তুত করে ?
[A] NASA
[B] NATMO
[C] ISRO
[D] কোনটাই নয়
ANS :
5 কোন রাজ্যেকে ভারতের চিনির বাটি বলে?
[A] উত্তর প্রদেশ
[B] পাঞ্জাব
[C] মধ্যপ্রদেশ
[D] পশ্চিমবঙ্গ
ANS :
6 ভারতের কোন কোন রাজ্যের রাজধানী চণ্ডীগড় ?
[A] হিমাচল প্রদেশ
[B] পাঞ্জাব
[C] উত্তরাখণ্ড
[D] পাঞ্জাব ও হরিয়ানা
ANS :
7 কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে ?
[A] গাড়ি শিল্প
[B] পেট্রোরসায়ন শিল্প
[C] কাগজ শিল্প
[D] লৌহ ইস্পাত শিল্প
ANS :
8 জোয়ার, বাজরা ও রাগী এই তিন ক্ষুদ্র দানা শস্যকে কী বলে?
[A] কটকি
[B] বাউটি
[C] ভারাত্রা
[D] মিলেট
ANS :
9 ভারতের বৃহত্তম মোটরগাড়ি তৈরির কারখানা কোনটি?
[A] মুম্বাই
[B] গুরগাঁও
[C] চেন্নাই
[D] হায়দ্রাবাদ
ANS :
10 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
[A] 20%
[B] 100%
[C] 80%
[D] 50%
ANS :