হর্ষবর্ধনের জীবনী “ হর্ষচরিত ” কার লেখা ? নীচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন ? “ বুদ্ধচরিতের ” রচয়িতা কে ? কোন মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ড্রোকোট্টোস ( Snndrocottos ) নামে জানা গেছে ? উঃ পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তত ছিল ? কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ? পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নীচের কোনটি ? দাসবংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ? ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন ?
1 পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নীচের কোনটি ?
[A] চোল
[B] পল্লব
[C] রাষ্ট্রকুট
[D] পান্ড
ANS :
2 ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানি এলিজাবেথের যুগ ও গ্রীসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন ?
[A] গুপ্ত যুগ
[B] সুলতান যুগ
[C] মৌর্য যুগ
[D] মােগল যুগ
ANS :
3 কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ?
[A] শশাঙ্ক মহীপাল
[B] ধর্মপাল
[C] দ্বিতীয় মহীপাল
[D] লক্ষ্মণ সেন
ANS :
4 কোন মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ড্রোকোট্টোস নামে জানা গেছে ?
[A] চাণক্য
[B] বিন্দুসার
[C] অশোক
[D] চন্দ্রগুপ্ত
ANS :
5 হর্ষবর্ধনের জীবনী “ হর্ষচরিত ” কার লেখা ?
[A] ফা - হিয়েন
[B] হিউয়েন সাঙ
[C] বানভট্ট
[D] অশ্বঘােষ
ANS :
6 “ বুদ্ধচরিতের ” রচয়িতা কে ?
[A] বুদ্ধঘােষ
[B] অশ্বঘােষ
[C] বসুমিত্র
[D] লােপামুদ্রা
ANS :
7 কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
[A] পাটলিপুত্র
[B] কনৌজ
[C] তক্ষশীলা
[D] পেশােয়ার
ANS :
8 নীচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন ?
[A] আহম্মদ শাহ আবদালি
[B] ইলতুতমিস
[C] হুমায়ুন
[D] শেরশাহ
ANS :
9 দাসবংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?
[A] ইলতুতমিস
[B] কুতুবউদ্দিন
[C] বলবন
[D] ফিরােজ শাহ
ANS :
10 উঃ পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তত ছিল ?
[A] শতদ্রু নদী
[B] পাঞ্জাব
[C] বিতস্তা
[D] হিন্দুকুশ
ANS :