1 আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?
[A] পুরুষদের ভোটাধিকার
[B] আনুপাতিক প্রতিনিধিত্ব
[C] পুরুষ, মহিলা ও শিশুদের ভোটাধিকার
[D] সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার
ANS :
2 সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতবর্ষে বিচার-বিভাগকে শাসন-বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কার্যকর করা হয়েছে ?
[A] ৪৪
[B] ৪৮
[C] ৪৯
[D] ৫০
ANS :
3 ভারতের কোন রাজ্যে আজ পর্যন্ত পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয়নি ?
[A] নাগাল্যান্ড
[B] মিজোরাম
[C] মেঘালয়
[D] হিমাচল প্রদেশ
ANS :
4 নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ?
[A] ক্রিপস মিশন
[B] সাইমন কমিশন
[C] ক্যাবিনেট মিশন প্ল্যান
[D] ওয়াভেল পরিকল্পনা
ANS :
5 উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন ?
[A] রাজ্যসভায়
[B] লোকসভায়
[C] রাজ্যসভা ও লোকসভার যুগ্ম অধিবেশনে
[D] উপরোক্ত কোনোটিতে নয়
ANS :
6 লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নূন্যতম কত শতাংশ আসন পেতে হয় ?
[A] ৫
[B] ১০
[C] ১৫
[D] ৩৩
ANS :
7 সংবিধানের কোন অনুচ্ছেদ বলে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় ?
[A] ৭২
[B] ৬১
[C] ৬৯
[D] ৭৬
ANS :
8 গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে ?
[A] ৩৯
[B] ৪০
[C] ৪২
[D] ৪৪
ANS :
9 ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আবশ্যিক নূন্যতম বয়স কত ?
[A] ২০ বছর
[B] ২৫ বছর
[C] ৩০ বছর
[D] ৩৫ বছর
ANS :
10 রাজ্যসভায় নির্বাচন হয় কত বছর অন্তর ?
[A] ৬ বছর
[B] ৫ বছর
[C] ৩ বছর
[D] ২ বছর
ANS :