History General Knowledge (GK ) Part 118 |
1 হুমায়ুন সিংহাসনে বসেন কত খিস্টাব্দে ?
[A] ১৫১২ খিস্টাব্দে
[B] ১৫১৮ খিস্টাব্দে
[C] ১৫২৭ খিস্টাব্দে
[D] ১৫৩০ খিস্টাব্দে
ANS :
2 কিতাব উল রহেলা গ্রন্থটি কার লেখা ?
[A] ইবন বতুতা
[B] ফিরোজ শাহ তুঘলক
[C] হেনরি এলিয়ট
[D] জিয়া উদ্দিন বরণী
ANS :
3 দাস বংশের শেষ রাজা কে ?
[A] মালিক কাফুর
[B] মুইযুদ্দিন কায়কোবাদ
[C] আলী গুরসস্প
[D] কুতুবুদ্দিন আইবক
ANS :
4 লাহোর ই ফৌজ , দেওয়ান ই খাস , খাসমহল শিসমহল , মুসম্মান - প্রশ্নে উল্লেখ্য স্থাপত্য গুলির সাথে কার নাম জড়িত ?
[A] আকবর
[B] শাহাজাহান
[C] জাহাঙ্গীর
[D] হুমায়ুন
ANS :
5 বীরবল কিভাবে মারা যান ?
[A] মুন্ডা উপজাতিদের বিদ্রোহ দমন করতে গিয়ে
[B] ইউসূফজাই উপজাতিদের দমন করতে গিয়ে
[C] আফগানদের সাথে যুদ্ধে
[D] রাজপূতদের দমন করতে গিয়ে
ANS :
6 বীরবলের প্রকৃত নাম কি ?
[A] সুজয় ঘোষ
[B] মহেষ দাস
[C] অজয় বৈরাগী
[D] অজয় বসু
ANS :
7 ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] ওরাজ্গজেব
[D] মহম্মদ বিন তুঘলক
ANS :
8 ফকির আজিয়াও দিন কে ছিলেন ?
[A] রানা প্রতাপের গুপ্তচর
[B] আকবরের সভাসদ
[C] শেরশাহের গুপ্তচর
[D] শাহজাহানের ভাই
ANS :
9 দিল্লিতে জামালি মসজিদ স্থাপন করেন কে ?
[A] আকবর
[B] বাবর
[C] হুমায়ুন
[D] শেরশাহ
ANS :
10 চৌসার যুদ্ধের পর হুমায়ুন কত বছরের জন্য আত্মগোপন করেন ?
[A] ৫ বছর
[B] ১০ বছর
[C] ১৫ বছর
[D] ২০ বছর
ANS :