নীচের কোন সম্রাটকে “ জিন্দা পীর ” আখ্যা দেওয়া হয়েছে ? বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় ? চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন ? মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? সমস্ত শিখদের সঙঘবদ্ধ করে পাঞ্জাবে শিখরাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন ? পৃথ্বীরাজ আর মােহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল ? ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে ? শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের করপ্রদান নির্ধারণের নথিপত্রকে কী বলা হত ? যে হুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল ? কোন মানুষের অপর কোনও মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়ােজন নেই —এই বাণীটি কার ?
1 ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে ?
[A] সেন বংশের শাসনকাল
[B] গুপ্তযুগ
[C] মৌর্যযুগ
[D] পালবংশের শাসনকাল
ANS :
2 মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
[A] আকবর
[B] বাবর
[C] ঔরঙ্গজেব
[D] হুমায়ুন
ANS :
3 চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন ?
[A] জালালউদ্দিন খলজী
[B] ইব্রাহিম লােদি
[C] কুতুবউদ্দিন আইবক
[D] গিয়াসুদ্দিন বলবন
ANS :
4 যে হুণেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল ?
[A] মধ্য এশিয়া
[B] পশ্চিম এশিয়া
[C] মঙ্গোলিয়া
[D] দক্ষিণ পূঃ এশিয়া
ANS :
5 পৃথ্বীরাজ আর মােহম্মদ ঘুরীর মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল ?
[A] তালিকোটা
[B] তরাইন
[C] বক্সার
[D] পানিপথ
ANS :
6 কোন মানুষের অপর কোনও মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়ােজন নেই —এই বাণীটি কার ?
[A] শ্রীচৈতন্য
[B] রামানন্দ
[C] কবির
[D] রামানুজ
ANS :
7 নীচের কোন সম্রাটকে “ জিন্দা পীর ” আখ্যা দেওয়া হয়েছে ?
[A] ঔরঙ্গজেব
[B] হুমায়ুন
[C] শেরশাহ
[D] আলাউদ্দীন খলজী
ANS :
8 বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় ?
[A] হাম্পি
[B] বিজাপুর
[C] থাঞ্জাভুর
[D] কাঞ্চি
ANS :
9 সমস্ত শিখদের সঙঘবদ্ধ করে পাঞ্জাবে শিখরাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন ?
[A] মহারাজ রঞ্জিত সিংহ
[B] গুরু নানক
[C] গুরু গােবিন্দ সিংহ
[D] গুরু তেগবাহাদুর
ANS :
10 শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের করপ্রদান নির্ধারণের নথিপত্রকে কী বলা হত ?
[A] জরিমানা
[B] বুলিয়ৎ
[C] মুচলেকা
[D] পাট্টা
ANS :