কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন ? কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যােগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ? মহারাণা প্রতাপের বিখ্যাত ঘোরার নাম কী ছিল ? বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায বলা হয় ? কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ? নীচের কোন সুলতানকে সেই সময়কার লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য Giver of Lakhs আখ্যা দিয়েছিলেন ? পালবংশের প্রতিষ্ঠাতা কে ? সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে ? সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ? নীচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন ?
1 সমুদ্রগুপ্তের কীর্তি নীচের কোনটিতে বর্ণিত রয়েছে ?
[A] গিরনার শিলালিপি
[B] হাতিগুম্ফা শিলালিপি
[C] এলাহাবাদ স্তম্ভ শিলালিপি
[D] সারনাথ শিলালিপি
ANS :
2 নীচের কোন সুলতানকে সেই সময়কার লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য Giver of Lakhs আখ্যা দিয়েছিলেন ?
[A] কুতুবউদ্দীন
[B] বলবন
[C] ইলতুতমিস
[D] নাসিরুদ্দিন
ANS :
3 সম্রাট অশােকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ?
[A] চক্রবর্তী
[B] ধর্মকীর্তি
[C] শৌর্যাদিত্য
[D] প্রিয়দর্শী
ANS :
4 নীচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন ?
[A] কলকাতা
[B] কটক
[C] বিষ্ণুপুর
[D] বালাসাের
ANS :
5 বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয় ?
[A] বল্লাল সেন
[B] শশাঙ্ক
[C] দ্বিতীয় মহীপাল
[D] ধর্মপাল
ANS :
6 মহারাণা প্রতাপের বিখ্যাত ঘোরার নাম কী ছিল ?
[A] চেতক
[B] দ্রুতি
[C] আশ্বন্থামা
[D] চিতোর
ANS :
7 কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যােগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?
[A] সেলুকাস
[B] ফা - হিয়েন
[C] মিনান্দার
[D] মেগাস্থিনিস
ANS :
8 কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা চালু করেন ?
[A] মঙ্গোলিয়া
[B] পারস্য
[C] তুরস্ক
[D] আফগানিস্তান
ANS :
9 পালবংশের প্রতিষ্ঠাতা কে ?
[A] ধর্মপাল
[B] মহীপাল
[C] গােপাল
[D] দেবপাল
ANS :
10 কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
[C] হর্ষবর্ধন
[D] অশােক
ANS :