Environmental Science(পরিবেশ বিজ্ঞান) ENVS MCQ Part 18 |
1 হাসপাতাল ও স্কুলের মত অঞ্চল গুলিতে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রাবল্যমাত্রা কত ?
[A] 40 ডেসিবেল
[B] 50 ডেসিবেল
[C] 55 ডেসিবেল
[D] 60 ডেসিবেল
ANS :
2 যে জীব অন্য জীবকে আহার করে তাদের বলা হয় ?
[A] শিকারজীবি
[B] পরভোজী
[C] পরজীবী
[D] বিয়োজক
ANS :
3 উড়িষ্যার ভিতরকণিকা একটি ?
[A] কৃত্রিম অরণ্য
[B] ম্যানগ্রোভ অরণ্য
[C] উদ্ভিদ উদ্যান
[D] সাভানা 3 অঞ্চল
ANS :
4 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্মগে বিশেষভাবে পাওয়া যায় ?
[A] সালফার ডাই অক্সাইড
[B] মিথেন
[C] ক্লোরিন
[D] হিলিয়াম
ANS :
5 সমুদ্র পৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ু ক্রমশ ?
[A] ভারি হয়
[B] হালকা হয়
[C] বৃদ্ধি পায়
[D] উধাও হয়
ANS :
6 pH এরমান অম্লধর্মী হয় ?
[A] 7 এর উপরে
[B] 7 এর নিচে
[C] 14 এর উপরে
[D] কোনটিই নয়
ANS :
7 মোটরযান থেকে নির্গত ধাতব দুসনের মধ্যে অন্যতম হল ?
[A] সিসা
[B] ক্যাডমিয়াম
[C] পারদ
[D] কোনটাই নয়
ANS :
8 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বভোজী ?
[A] জেলিফিশ
[B] সবুজ শৈবাল
[C] অ্যামিবা
[D] কীটপতঙ্গ
ANS :
9 পৃথিবীর শ্রেষ্ঠ মৃগয়া ক্ষেত্র বলে পরিচিত ?
[A] আফ্রিকার সাভানা
[B] উত্তর আমেরিকার প্রেইরি
[C] দক্ষিণ আমেরিকার পম্পাস
[D] ভেল্ড
ANS :
10 কোথায় এবং কখন প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয় ?
[A] সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে
[B] অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে
[C] অষ্টাদশ শতাব্দীতে অস্ট্রিয়ায়
[D] অষ্টাদশ শতাব্দীতে আমেরিকায়
ANS :