রেগুর মৃত্তিকায় কোন জাতীয় উদ্ভিদ জন্মায় ? ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটির নাম কী ? বানডাকা কোন নদীতে দেখা যায়? শিবালিক পর্বতমালা-এর পাদদেশে নুড়ি, পলি ও বালি দ্বারা গঠিত মৃত্তিকাকে কী বলে? নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহনক্ষমতা কতগুণ বৃদ্ধি পায়? ঊর্ধ্বাকাশে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত দূর পর্যন্ত? কর্ণাটকে অম্লবৃষ্টি কী নামে পরিচিত ? ভারতের একটি নদী বন্দরের নাম লেখো ? বল উইভিল পোকা কোন শস্য উৎপাদনের ক্ষেত্রে ক্ষতি করে ? ভারতের পূর্ব-পশ্চিম করিডরটি পূর্বে শিলচর থেকে পশ্চিমে কোথা পর্যন্ত বিস্তৃত ?
1 বানডাকা কোন নদীতে দেখা যায় ?
[A] লুনী নদীতে
[B] ঘর্ঘরা নদীতে
[C] সুবর্ণরেখা নদী
[D] হুগলি নদীতে
ANS :
2 বল উইভিল পোকা কোন শস্য উৎপাদনের ক্ষেত্রে ক্ষতি করে ?
[A] পাট
[B] তুলো
[C] রেসম
[D] পসম
ANS :
3 শিবালিক পর্বতমালা-এর পাদদেশে নুড়ি, পলি ও বালি দ্বারা গঠিত মৃত্তিকাকে কী বলে ?
[A] গ্লেই
[B] চারনোজেম
[C] সিরোজেম
[D] ভাবর
ANS :
4 ভারতের পূর্ব-পশ্চিম করিডরটি পূর্বে শিলচর থেকে পশ্চিমে কোথা পর্যন্ত বিস্তৃত ?
[A] কান্দালা
[B] কচ্ছ
[C] কাথিয়াবার
[D] পোরবন্দর
ANS :
5 কর্ণাটকে অম্লবৃষ্টি কী নামে পরিচিত ?
[A] অম্ল বৃষ্টি
[B] পর্বত বৃষ্টি
[C] অরন্য বৃষ্টি
[D] কফি বৃষ্টি
ANS :
6 ভারতের একটি নদী বন্দরের নাম লেখো ?
[A] কান্দালা
[B] সুরাট
[C] মুম্বাই
[D] কলকাতা
ANS :
7 ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটির নাম কী ?
[A] লাল মৃত্তিকা
[B] কৃষ্ণ মৃত্তিকা
[C] ল্যাটেরাইট
[D] সিরোজেম
ANS :
8 রেগুর মৃত্তিকায় কোন জাতীয় উদ্ভিদ জন্মায় ?
[A] ম্যানগ্রোভ
[B] চিরহরিত
[C] ক্রান্তীয় আদ্র পর্ণমোচী
[D] ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী
ANS :
9 ঊর্ধ্বাকাশে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত দূর পর্যন্ত ?
[A] ৫৫৫৫ কিমি
[B] ৭৬৪৫ কিমি
[C] ১০০০০ কিমি
[D] ৫২৫৫ কিমি
ANS :
10 নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহনক্ষমতা কতগুণ বৃদ্ধি পায় ?
[A] ২ গুন
[B] ৪ গুণ
[C] ৫ গুণ
[D] ৬৪ গুণ
ANS :