General Science MCQ Question And Answer Part 7 || সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পার্ট 7 |
1 || কে তেজস্ক্রিয়তা আবিস্কার করেন ? |
[A] টমসন [B] রাদারফোর্ড [C] নিউটন [D] মাদাম কুড়ি |
ANS :
মাদাম কুড়ি
|
2 || বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরদিন স্থির থাকবে , সচল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে , এটি কার সুত্র ? |
[A] পাস্কেল [B] নিউটন [C] রাদারফোর্ড [D] আর্কিমিদিস |
ANS :
নিউটন
|
3 || শীত কালে রঙিন পোশাক পড়া উচিত কেন ? |
[A] দেখতে রঙিন বলে [B] সহজেই ধৌত করা যায় [C] তাপ শোষক বলে [D] সস্তা বলে |
ANS :
তাপ শোষক বলে
|
4 || বস্তুরভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক , এটি কার সুত্র ? |
[A] পাস্কেল [B] নিউটন [C] চার্লস [D] আর্কিমিদিস |
ANS :
নিউটন
|
5 || সঞ্চয়ক ব্যাটারি তৈরী করতে কোন ধাতু টি ব্যবহার হয় ? |
[A] লোহা [B] তামা [C] টিন [D] সীসা |
ANS :
সীসা
|
6 || শব্দ তরঙ্গের গতি সবথেকে বেশি হয় ? |
[A] কঠিন মাধ্যমে [B] তরল মাধ্যমে [C] গ্যাসে মাধ্যমে [D] শুন্য মাধ্যমে |
ANS :
কঠিন মাধ্যমে
|
7 || গ্যালভানাইজেসান পদ্ধতিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ? |
[A] এলুমিনিয়াম [B] জিঙ্ক [C] লোহা [D] টিন |
ANS :
জিঙ্ক
|
8 || জলের ঘনত্ব সর্বাধিক হয় ? |
[A] -1 ডিগ্রী C [B] 0 ডিগ্রী C [C] 100 ডিগ্রী C [D] 4 ডিগ্রী C |
ANS :
4 ডিগ্রী C
|
9 || যে তড়িত দ্বয় এর সাথে ব্যাটারির পজেটিভ মেরু যুক্ত থাকে তাকে বলে ? |
[A] ক্যাথড [B] আনোড [C] ইলেকট্রিক [D] কোনটাই নয় |
ANS :
আনোড
|
10 || এদের মধ্যে কোনটিকে লিকার হিসাবে ধরা হয় ? |
[A] অ্যাসিটন [B] মিথাইল অ্যালকোহল [C] ফরম্যালডিহাইড [D] ইথাইল অ্যালকোহল |
ANS : ইথাইল অ্যালকোহল |