প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা , তার উপর ভিত্তি করে বাংলা MCQ কারেন্ট অ্যাফেয়ার্স
সম্প্রতি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সী (NIA) এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে ?
Magma Fincorp Ltd- এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে ?
সম্প্রতি, কোন মন্ত্রক “ যুবা প্রধানমন্ত্রী যোজনা ” লঞ্চ করেছে ?
তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপের জন্য WHO Director-General Special Recognition Award পেলেন ভারতের কোন মন্ত্রী ?
Confederation of Indian Industry(CII)-এর নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে ?
ভারতে পাওয়া কোভিড-১৯-এর দুটি প্রজাতির নাম কী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ?
সম্প্রতি, কবে “World Digestive Health Day” পালিত হয়েছে ?
সম্প্রতি, 31 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়েছে ?
ঘর ঘর ঔষধি যোজনার আওতায় প্রতিটা পরিবারকে ঔষধি গাছ প্রদান করবে কোন রাজ্য ?
করোনার বিরুদ্ধে লড়ার জন্য Young Warrior Movement লঞ্চ করলো কোন শিক্ষা বোর্ড ?
1 সম্প্রতি, কবে “World Digestive Health Day” পালিত হয়েছে ?
[A] 22 মে
[B] 23 মে
[C] 29 মে
[D] 30 মে
ANS :
2 ঘর ঘর ঔষধি যোজনার আওতায় প্রতিটা পরিবারকে ঔষধি গাছ প্রদান করবে কোন রাজ্য ?
[A] রাজস্থান
[B] উত্তরপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] মেঘালয়
ANS :
3 ভারতে পাওয়া কোভিড-১৯-এর দুটি প্রজাতির নাম কী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ?
[A] কোডা ও হিক্কি
[B] কাপ্পা ও ডেল্টা
[C] জুডো ও হিকা
[D] টিটা ও মিনি
ANS :
4 Confederation of Indian Industry(CII)-এর নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে ?
[A] টি.ভি.নরেন্দ্রন
[B] যোগেন্দ্র বর্মা
[C] বি.ভি. সিং
[D] আশীষ চৌরাসিয়া
ANS :
5 করোনার বিরুদ্ধে লড়ার জন্য Young Warrior Movement লঞ্চ করলো কোন শিক্ষা বোর্ড ?
[A] ICSE
[B] CBSE
[C] WBHSE
[D] WBSE
ANS :
6 Magma Fincorp Ltd- এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে ?
[A] গৌতম আদানি
[B] নরেশ গোয়েল
[C] আদার পুনাবালা
[D] মুকেশ আম্বানি
ANS :
7 সম্প্রতি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সী (NIA) এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে ?
[A] অজিত ডোভাল
[B] সুবোধ কুমার জয়স্মল
[C] সুমন্ত গোয়েল
[D] কুলদীপ সিং
ANS :
8 সম্প্রতি, কোন মন্ত্রক “ যুবা প্রধানমন্ত্রী যোজনা ” লঞ্চ করেছে ?
[A] ক্রীড়া মন্ত্রক
[B] শিক্ষা মন্ত্রক
[C] স্বরাষ্ট্র মন্ত্রক
[D] অর্থ মন্ত্রক
ANS :
9 তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপের জন্য WHO Director-General Special Recognition Award পেলেন ভারতের কোন মন্ত্রী ?
[A] নরেন্দ্র মোদী
[B] নির্মলা সীতারামন
[C] ড. হর্ষ বর্ধন
[D] মমতা ব্যানার্জী
ANS :
10 সম্প্রতি, 31 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়েছে ?
[A] World No Tobacco Day
[B] World Autistic Pride Day
[C] Hydrology Day
[D] World Refugee Day
ANS :