|
Geography MCQ Question And Answer part 13 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 13 |
1 || ভূপৃষ্ঠে মোট কোটি বায়ু চাপ বলয় আছে ? |
[A] ৭ টি
[B] 3 টি
[C] 4 টি
[D] ৮ টি
|
ANS :
৭ টি
|
2 || বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রটার নাম কি ? |
[A] স্পেকট্রমিটার
[B] স্পিগমমিটার
[C] প্লানিমিটার
[D] হাইগ্রোমিটার
|
ANS :
হাইগ্রোমিটার
|
3 || মৌসুমী বায়ু কি ধরনের বায়ু ? |
[A] স্থানীয় বায়ুপ্রবাহ
[B] নিয়ত বায়ুপ্রবাহ
[C] আকস্মিক বায়ুপ্রবাহ
[D] সাময়িক বায়ুপ্রবাহ
|
ANS :
সাময়িক বায়ুপ্রবাহ
|
4 || পৃথিবীর একই স্থানে দিনে কতবার জোয়ার ভাঁটা হয় ? |
[A] ২ বার
[B] ৪ বার
[C] ১ বার
[D] ৬ বার
|
ANS :
২ বার
|
5 || ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ? |
[A] কেরল উপকূলে
[B] তামিলনাড়ু এর করমন্ডল উপকূলে
[C] কঙ্কন উপকূলে
[D] কর্নাটক উপকূলে
|
ANS :
তামিলনাড়ু এর করমন্ডল উপকূলে
|
6 || ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাত কি ধরনের বায়ুপ্রবাহ ? |
[A] স্থানীয় বায়ুপ্রবাহ
[B] নিয়ত বায়ুপ্রবাহ
[C] আকস্মিক বায়ুপ্রবাহ
[D] সাময়িক বায়ুপ্রবাহ
|
ANS :
আকস্মিক বায়ুপ্রবাহ
|
7 || পৃথিবীর সর্বাধিক লবনাক্ত জলের হ্রদ ? |
[A] মরু সাগর
[B] আরল সাগর
[C] ভ্যান হ্রদ
[D] টোবাকো হ্রদ
|
ANS :
ভ্যান হ্রদ
|
8 || ট্রাইগ্রীস ও ইউফ্রেটিস্ নদীর মিলিত স্রোতের নাম কি ? |
[A] আমুদরিয়া
[B] সিরদরিয়া
[C] সাত-এল-আরব
[D] কোনোটাই নয়
|
ANS :
সাত-এল-আরব
|
9 || আমুদরিয়া ও সিরদরিয়া নদী কোন সাগরে মিশেছে ? |
[A] ভূমধ্য সাগরে
[B] আরল সাগরে
[C] আরব সাগরে
[D] পারস্য উপসাগরে
|
ANS :
আরব সাগরে
|
10 || ভূভাগের স্বভাবিক বায়ুর চাপ কত ? |
[A] ১০০০.২৫ মিলিবার
[B] ৯৮০.৫৬ মিলিবার
[C] ৮৭৯.৫৬ মিলিবার
[D] ১০১৩.২৫ মিলিবার
|
ANS :
১০১৩.২৫ মিলিবার
|