WB ICDS Supervisor Preliminary Screening Test Paper 1 MCQ Question and Answer Part 20 |
1 || অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? |
[A] কিকিবুরা [B] গোর্গাবুরু [C] ধওলাধর [D] বিহারী নাথ |
ANS :
গোর্গাবুরু
|
2 || মানুসের শরীরে লোহিত রক্ত কনিকার সংখ্যা বেড়ে গেলে তাকে কি বলে ? |
[A] লিউকোসাইটোসিস [B] পলিসাইথিমিয়া [C] অলিগোসাইথিমিয়া [D] লিউকিমিয়া |
ANS :
পলিসাইথিমিয়া
|
3 || অশোক কোন বংশের সম্রাট ছিলেন ? |
[A] মৌর্য বংশ [B] হর্সঙ্ক বংশ [C] কুসান বংশ [D] গুপ্ত বংশ |
ANS :
মৌর্য বংশ
|
4 || 5 টি বিছানার চাদরের দাম ১০০০ টাকা হলে একজোড়া চাদরের দাম কত ? |
[A] ২০০ টাকা [B] ২৫০ টাকা [C] ৪৫০ টাকা [D] ৪০০ টাকা |
ANS :
৪০০ টাকা
|
5 || ১২ এর বর্গ এবং ১৬ এর বর্গের সমষ্টির বর্গমূল কত ? |
[A] ২৮ [B] ২০ [C] ১৪ [D] ৪০০ |
ANS :
২০
|
6 || কাঁচি কোন শ্রেনীর লিভার এর উদাহরণ ? |
[A] প্রথম শ্রেনীর লিভার [B] দ্বিতীয় শ্রেনীর লিভার [C] তৃতীয় শ্রেনীর লিভার [D] চতুর্থ শ্রেনীর লিভার |
ANS :
প্রথম শ্রেনীর লিভার
|
7 || broadcast শব্দের past Participle কি হবে ? |
[A] broadcast [B] broadcasted [C] broadcasten [D] broadcaste |
ANS :
broadcast
|
8 || " অন্তজর্লী যাত্রা " সিনেমার পরিচালক কে ? |
[A] তপন সিনহা [B] বুদ্ধদেব দাসগুপ্ত [C] অপর্ণা সেন [D] গৌতম ঘোষ |
ANS :
গৌতম ঘোষ
|
9 || রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ? |
[A] ভিটামিন C [B] ভিটামিন K [C] ভিটামিন A [D] ভিটামিন D |
ANS :
ভিটামিন A
|
10 || তালব্য বর্ণের উদাহরণ কি ? |
[A] চ [B] ম [C] খ [D] ট |
ANS :
চ
|