|
Geography MCQ Question And Answer part 14 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 14 |
1 || জাপান উপকূল বরাবর প্রবাহিত স্রোতের নাম কি ? |
[A] বেরিং স্রোত
[B] হামবোল্ট
[C] কুরোসিও স্রোত
[D] ক্যানারি স্রোত
|
ANS :
কুরোসিও স্রোত
|
2 || বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ? |
[A] উত্তর আটলান্টিক মহাসাগরে
[B] উত্তর প্রশান্ত মহাসাগরে
[C] দক্ষিন আটলান্টিক মহাসাগরে
[D] দক্ষিন প্রশান্ত মহাসাগরে
|
ANS :
উত্তর প্রশান্ত মহাসাগরে
|
3 || উষ্ণতা বৃদ্ধির সাথে বায়ু চাপের কি রূপ পরিবর্তন হয় ? |
[A] বায়ুর চাপ বারে
[B] বায়ুর চাপ কমে
[C] একই থাকে
[D] নির্দিস্ট কোন কিছু ঘটে না
|
ANS :
বায়ুর চাপ কমে
|
4 || বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণি ঝড়ের নাম ? |
[A] টাইফুন
[B] টর্নেডো
[C] সাইক্লোন
[D] হ্যারিকেন
|
ANS :
টর্নেডো
|
5 || কোন প্রকার মেঘে অধিক বৃষ্টি পাত হয় ? |
[A] সিরাস মেঘ
[B] কিউমূলো নিম্বাস মেঘ
[C] নিম্বাস মেঘ
[D] স্টাটাস মেঘ
|
ANS :
নিম্বাস মেঘ
|
6 || সমুদ্র উপকূলে দিনের বেলায় প্রবাহিত বায়ুর নাম কি ? |
[A] সমুদ্র বায়ু
[B] নিয়ত বায়ু
[C] স্থল বায়ু
[D] আকস্মিক বায়ু
|
ANS :
সমুদ্র বায়ু
|
7 || বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটার নাম কি ? |
[A] স্পেকট্রমিটার
[B] গ্যালভানোমিটার
[C] ব্যারোমিটার
[D] হাইগ্রোমিটার
|
ANS :
ব্যারোমিটার
|
8 || নিম্নের কোনটি ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল ? |
[A] পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল
[B] পূর্ব হিমালায়ার দক্ষিন ঢাল
[C] শিবালিকের দক্ষিন ঢাল
[D] মধ্যভারতের উচ্চভূমি
|
ANS :
পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল
|
9 || পৃথিবীর গভীরতম হ্রদ ? |
[A] লোকটাক হ্রদ
[B] কাস্পিয়ান সাগর
[C] টোবাকো হ্রদ
[D] বৈকাল হ্রদ
|
ANS :
বৈকাল হ্রদ
|
10 || সুস্পস্ট হিমপ্রাচীর দেখা যাই কোন মহাসাগরে ? |
[A] উত্তর আটলান্টিক মহাসাগরে
[B] দক্ষিন প্রশান্ত মহাসাগরে
[C] উত্তর প্রশান্ত মহাসাগরে
[D] দক্ষিন আটলান্টিক মহাসাগরে
|
ANS :
উত্তর আটলান্টিক মহাসাগরে
|