Geography MCQ Question And Answer part 11 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 11 |
1 || বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি ? |
[A] হাইদ্রজেন [B] নাইট্রজেন [C] অক্সিজেন [D] নিয়ন |
ANS :
নাইট্রজেন
|
2 || বার্খান দেখতে কি রূপ ? |
[A] তলোয়ার এর ন্যায় [B] পিরামিড আকৃতি [C] তারার মত [D] অর্ধচন্দ্রা কৃতি |
ANS :
অর্ধচন্দ্রা কৃতি
|
3 || স্থানীয় বায়ু ফন কোন নদী উপত্যকা তে দেখা যায় ? |
[A] কলোরাডো নদী উপত্যকা [B] এলবো নদী উপত্যকা [C] দানিয়ুব নদী উপত্যকা [D] রাইন নদী উপত্যকা |
ANS :
রাইন নদী উপত্যকা
|
4 || পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ ? |
[A] আলাস্কার হুবার্ড [B] লম্বার্ট [C] সিয়াচেন [D] মালসপিনা |
ANS :
আলাস্কার হুবার্ড
|
5 || নদীর জল প্রবাহ পরিমাপের একক কে কি বলে ? |
[A] নট [B] কিউসেক [C] ফেচ [D] সোয়াস |
ANS :
কিউসেক
|
6 || বায়ু মন্ডল ভূপৃষ্ঠ থেকে কত কিমি উর্ধে বিস্তৃত ? |
[A] ৫০০০০ কিমি [B] ১২০০০ কিমি [C] ৪৪০০০ কিমি [D] ১০০০০ কিমি |
ANS :
১০০০০ কিমি
|
7 || এক ঝুরি ভর্তি ডিমের মত ভূমিরূপ কি নাম পরিচিত ? |
[A] এস্কার [B] সার্ক [C] করি [D] ড্রামলিন |
ANS :
ড্রামলিন
|
8 || নদীর গতি পথের কোন অংশে জলপ্রপাত দেখা যায় ? |
[A] নিম্ন গতিতে [B] মধ্য গতিতে [C] উচ্চ গতিতে [D] কোনোটাই নয় |
ANS :
উচ্চ গতিতে
|
9 || মোনাডনক দেখা যায় কোন অঞ্চলে ? |
[A] মরু অঞ্চলীয় সমভূমি তে [B] হিমবাহ গঠিত সমভূমি তে [C] তিব্বতীয় মালভূমিতে [D] নদী গঠিত সমভূমি তে |
ANS :
নদী গঠিত সমভূমি তে
|
10 || বালিয়ারী কোন অঞ্চলে দেখা যায় ? |
[A] সমুদ্র উপকূল অঞ্চলে [B] বনভূমি পার্শ্ববর্তী অঞ্চলে [C] পার্বত্য অঞ্চলে [D] হিমবাহ অধুসিত অঞ্চলে |
ANS : সমুদ্র উপকূল অঞ্চলে |