Important Indian Geography Questions (MCQs) for UPSC, State PCS Part 64 |
1 কোন শহর কে নীরব শহর বলা হয় ?
[A] এথেন্স
[B] রোম
[C] বেলজিয়াম
[D] ভ্যাটিকান সিটি
ANS :
2 বোল্ড|র ক্লে গড়ে ওঠে কি ভাবে ?
[A] হিমবাহ ক্ষয় দ্বারা
[B] বায়ু বাহিত পদার্থ সঞ্চিত হয়ে
[C] হিমবাহ বাহিত পদার্থ সঞ্চিত হয়ে
[D] সমুদ্র বাহিত পদার্থ সঞ্চিত হয়ে
ANS :
3 পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হলো ?
[A] গ্রেট গ্লেন
[B] গোদাবরী নদী উপত্যকা
[C] গ্রেট রিফট ভ্যালি
[D] নর্মদা নদী উপত্যকা
ANS :
4 শিলা গঠিত মরুভূমি কে বলে ?
[A] কাতারা
[B] হামাদা
[C] ধান্দ
[D] ব্লো আউট
ANS :
5 কসমিক ইয়ার কি
[A] সূর্যের নিজের অক্ষের চারপাশে একবার প্রদক্ষিন
[B] সৌরজগতের আকাশ গঙ্গার চারপাশে একবার প্রদক্ষিন
[C] সৌরজগতের সব গ্রহের সূর্যের চারপাশে একবার প্রদক্ষিন
[D] কোনোটিই নয়
ANS :
6 পশ্চিমী জন্ঝার ফলে কোথায় তুষারপাত হয় ?
[A] হরিয়ানা
[B] উত্তরপ্রদেশ
[C] কাশ্মীর
[D] উত্তরাখন্ড
ANS :
7 আয়তনের বিচারে পশ্চিম বঙ্গ ভারতের কত তম রাজ্য ?
[A] 12 তম
[B] 13 তম
[C] 15 তম
[D] 11 তম
ANS :
8 ভারতের কোলার স্বর্ণ খনি কোন রাজ্যে অবস্থিত ?
[A] কেরল
[B] কর্নাটক
[C] তামিলনাড়ু
[D] অন্ধ্রপ্রদেশ
ANS :
9 Ecology Is Permanent Economy এই স্লোগান টি কোন আন্দোলনে ব্যবহৃত হয় ?
[A] বিসনয়ী
[B] চিপকো
[C] সাইলেন্ট ভ্যালি
[D] নর্মদা বাঁচাও আন্দোলন
ANS :
10 প্রতি 1 ডিগ্রী অক্খান্সো বৃদ্ধি তে উস্নতার পার্থক্য কত হয় ?
[A] 0.28 ডিগ্রী C
[B] 2.45 ডিগ্রী C
[C] 4 ডিগ্রী C
[D] 5.67 ডিগ্রী C
ANS :