Indian Geography GK Quiz Part 65 (MCQs) for UPSC State PCS |
1 কোন অরণ্য চিরগোধূলির অরণ্য নামে পরিচিত?
[A] ভূমধ্যসাগরীয় অরণ্য
[B] নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য
[C] ক্রান্তীয় বনাঞ্চল
[D] সাভানা
ANS :
2 হামবোল্ড স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
[A] প্রশান্ত
[B] আর্কটিক
[C] ভারত
[D] আটলান্টিক
ANS :
3 ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কোনটি?
[A] মিথেন
[B] কার্বন ডাই অক্সাইড
[C] কার্বন মনোক্সাইড
[D] হাইড্রোজেন
ANS :
4 গোবিন্দসাগর জলাধারটি কোন রাজ্যে অবস্থিত ?
[A] উত্তরপ্রদেশ
[B] রাজস্থান
[C] হিমাচলপ্রদেশ
[D] হরিয়ানা
ANS :
5 রানাপ্রতাপ সাগর বাঁধ টি কোন নদীর উপর দেওয়া হয়েছে ?
[A] ভিমা
[B] চম্বল
[C] মুসী
[D] তুঙ্গভদ্রা
ANS :
6 সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার?
[A] 1000.25 মিলিবার
[B] 1012.25মিলিবার
[C] 1015.00 মিলিবার
[D] 1013.25 মিলিবার
ANS :
7 4R এর পুরো অর্থ কী?
[A] Reduce, Rearrange, Reuse, Recycle
[B] Reduce, Reuse, Recycle and Refuse
[C] Reduce, Reuse, Regenerate and Refuse
[D] কোনটাই নয়
ANS :
8 ভারতে আলু গবেসনাগারটি কোথায় অবস্থিত ?
[A] কলকাতা
[B] সিমলা
[C] নাসিক
[D] পুনে
ANS :
9 নীল্ বিপ্লব কথাটি কি উত্পাদনের এর সাথে জড়িত ?
[A] শামুক
[B] পানিফল
[C] মাছ
[D] মুক্ত
ANS :
10 দখিন ভারতের কালো মাটির ওপর নাম কি ?
[A] বেট
[B] ধায়া
[C] প্লায়া
[D] রেগুর
ANS :