Polity General Knowledge Quiz | Indian Polity & Governance GK Part 24 |
1 ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল ?
[A] ১৪টি
[B] ১৫টি
[C] ২২টি
[D] ১৮টি
ANS :
2 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন ?
[A] ৩৫২ নং ধারা
[B] ৩৫৬ নং ধারা
[C] ৩৬৮ নং ধারা
[D] ৩২৬ নং ধারা
ANS :
3 কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ?
[A] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
[B] ভারতের মুখ্য নির্বাচন কমিশনার
[C] উপরাষ্ট্রপতি
[D] লোকসভার স্পিকার
ANS :
4 ভারতীয় সংবিধান ভারতবর্ষকে যে ভাবে বর্ণনা করেছে ?
[A] রাজ্য সংঘ
[B] আংশিক যুক্তরাষ্ট্রীয়
[C] রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলের যুক্তরাষ্ট্র
[D] অংশত একক রাষ্ট্র ও অংশত যুক্তরাষ্ট্র
ANS :
5 পৌরসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির নূন্যতম বয়স কত হতে হবে ?
[A] ২১ বছর
[B] ২৫ বছর
[C] ৩০ বছর
[D] ২২ বছর
ANS :
6 কোন মৌলিক অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছেন?
[A] সম্পত্তির অধিকার
[B] ধর্মের অধিকার
[C] সাংবিধানিক প্রতিকারের অধিকার
[D] ওপরে সবকটি
ANS :
7 কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়?
[A] ভারতীয় জাতীয় কংগ্রেস
[B] স্বরাজ্য পার্টি
[C] হিন্দু মহাসভা
[D] কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
ANS :
8 দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি ?
[A] আসাম
[B] অন্ধ্রপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] পশ্চিমবঙ্গ
ANS :
9 Socialist Secular ও The Unity and Integrity of The Nation এই শব্দ গুচ্ছগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় ?
[A] ৪২ তম
[B] ৪৪ তম
[C] ৫২ তম
[D] ৬১ তম
ANS :
10 সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণাটি রয়েছে ?
[A] প্রস্তাবনা
[B] মৌলিক অধিকার
[C] মৌলিক কর্তব্য
[D] নির্দেশাত্মক নীতি
ANS :