History MCQ Question And Answer Part 17 || ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 17 |
1 || তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন ? |
[A] বলবন [B] গজনীর মামুদ [C] মহম্মদ ঘোরী [D] সবুক্তগীন |
ANS :
মহম্মদ ঘোরী
|
2 || নিচের কোন ব্যক্তি বাংলার ভক্তিবাদী সাধক ছিলেন ? |
[A] কবির [B] শ্রী চৈতন্য [C] তুলসীদাস [D] সবকয়টি |
ANS :
শ্রী চৈতন্য
|
3 || নিচের কোন শাসক দাস বংশের ছিলেন ? |
[A] ইলতুতমিস [B] হুমায়ুন [C] আকবর [D] আহমদ শাহ আবদালী |
ANS :
ইলতুতমিস
|
4 || আকবরের শাসনকালে ভূমি রাজস্ব ব্যবস্থার দায়িত্বে ছিলেন ? |
[A] আবুল ফজল [B] মানসিংহ [C] টোডোরমল [D] বীরবল |
ANS :
টোডোরমল
|
5 || বেসিনের সন্ধি হয়েছিল ইংরেজ দের সাথে ? |
[A] হোলকার [B] সিন্ধিয়া [C] পেসোয়া [D] ভোসলে |
ANS :
পেসোয়া
|
6 || ইতিহাসের জনক কাকে বলে ? |
[A] হেরোডোটাস [B] থুকিডাইডিস [C] জেমস প্রিন্সেস [D] প্লিনি |
ANS :
হেরোডোটাস
|
7 || নাদির শাহ কত সালে ভারত আক্রমন করেন ? |
[A] ১৫৪০ সালে [B] ১৪৫৭ সালে [C] ১৭৩৯ সালে [D] ১৬৭৮ সালে |
ANS :
১৭৩৯ সালে
|
8 || শশাঙ্ক এর রাজধানীর নাম ছিল ? |
[A] গৌর [B] দাভক [C] কর্ণসুবর্ণ [D] ঢাকা |
ANS :
কর্ণসুবর্ণ
|
9 || কোন মুঘল সম্রাট নবম গুরু তেগ বাহাদুর কে হত্যা করেন ? |
[A] দ্বিতীয় শাহআলম [B] দ্বিতীয় বাহদুর শাহ [C] মহম্মদ শাহ [D] ঔরাঙ্গজেব |
ANS :
ঔরাঙ্গজেব
|
10 || হিউ-এন-সাং এর রচিত গ্রন্থের নাম কি ছিল ? |
[A] ইন্ডিকা [B] সি - ইউ - কি [C] ইউ - চি [D] অল - রাহেলা |
ANS : সি - ইউ - কি |