History MCQ Question And Answer Part 16 || ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 16 |
1 || কে ভারতের বুল বুল নামে পরিচিত ? |
[A] লতা মন্গেসকর [B] আশা ভোসলে [C] সরোজিনী নাইরু [D] বিজয় লক্ষী পন্ডিত |
ANS :
সরোজিনী নাইরু
|
2 || আলেক জান্ডার পুরুর বিরুধ্যে কোন নদীর তীরে যুদ্ধ করে ? |
[A] সিন্ধু [B] ইরাবতী [C] শতদ্রু [D] ঝিলম |
ANS :
ঝিলম
|
3 || বিবেকানন্দের জন্ম স্থান কোন শহরে ? |
[A] বালেশ্বর [B] কটক [C] কলকাতা [D] হওড়া |
ANS :
কলকাতা
|
4 || ফরোয়ার্ড ব্লক কে গঠন করেন ? |
[A] পি সি জোসি [B] চন্দ্র শেখর দেব [C] নেতাজি সুভাস চন্দ্র বোস [D] রাস বিহারী বসু |
ANS :
নেতাজি সুভাস চন্দ্র বোস
|
5 || শিখ খালসা কে স্থাপন করেন ? |
[A] গুরু গোবিন্দ সিং [B] গুরু তেগ বাহাদুর [C] গুরু নানক [D] গুরু হর গোবিন্দ |
ANS :
গুরু গোবিন্দ সিং
|
6 || নিচের কোনটি মৌলিক অধিকার নয় ? |
[A] সামান অধিকার [B] অত্যাচার এর বিরুধ্যে অধিকার [C] ধর্মাচারণের স্বাধীনতার অধিকার [D] সম্পত্তির অধিকার |
ANS :
সম্পত্তির অধিকার
|
7 || নিচের কোন গ্রন্থের রচয়িতা হিসাবে পতঞ্জলি পরিচিত ? |
[A] ব্রম্হসুত্র [B] যোগসুত্র [C] আয়ুরবেদ [D] পঞ্চতন্ত্র |
ANS :
যোগসুত্র
|
8 || বীজ গণিতের ক্ষেত্রে অবদানের জন্য নিচের কোন ব্যক্তি সুপরিচিত ? |
[A] আর্যভট্ট [B] ব্রম্হগুপ্ত [C] ভাস্কর [D] বরাহমিহির |
ANS :
আর্যভট্ট
|
9 || 'স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই ' এটা কে বলেন ? |
[A] বাল গঙ্গাধর তিলক [B] মহাত্মা গান্ধী [C] বিপিন চন্দ্র পাল [D] গোপাল কৃষ্ণ গোখলে |
ANS :
বাল গঙ্গাধর তিলক
|
10 || নিচের কোন ব্যক্তি আলিপুর বোমা মামলায় যুক্ত ছিলেন ? |
[A] রাসবিহারী বসু [B] চিত্তরঞ্জন বসু [C] নেতাজি সুভাস চন্দ্র বোস [D] অরবিন্দ ঘোষ |
ANS : অরবিন্দ ঘোষ |