General Science MCQ Question And Answer Part 6 || সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পার্ট 6 |
1 || বরফ গলনের লীনতাপ কত ? |
[A] 80 cal/gm [B] 110 cal/gm [C] 40 cal/gm [D] 90 cal/gm |
ANS :
80 cal/gm
|
2 || সালফিউরিক আসীডের একটি অনুর মধ্যে সালফার পরমানুর সংখ্যা ? |
[A] দুটি [B] চার টি [C] এক টি [D] পাঁচ টি |
ANS :
এক টি
|
3 || PVC এর পুরো নাম কি ? |
[A] পলিভিনাইল কার্বনেট [B] পলিভিনাইল নাইট্রেট [C] পলিভিনাইল ক্লোরাইড [D] পলিফোভিনাইল |
ANS :
পলিভিনাইল ক্লোরাইড
|
4 || ডালটন কোন রাশির একক ? |
[A] ভর [B] সময় [C] দৈর্ঘ্য [D] বেগ |
ANS :
ভর
|
5 || রোধের ব্যবহারিক একক কি ? |
[A] ডাইন [B] ওহম [C] আর্গ [D] ওয়াট |
ANS :
ওহম
|
6 || স্টিম ইঞ্জিন কে আবিস্কার করেন ? |
[A] জেমস কুক [B] জেমস কারী [C] জেমস ওয়ার্ট [D] জেমস অ্যান্ডার্সন |
ANS :
জেমস ওয়ার্ট
|
7 || ক্যান্ডেলা কোন ভৌতরাশির একক ? |
[A] শব্দ প্রাবল্য [B] আলোক মাত্রা [C] উজ্জলতা [D] আলোক দীপ্তি |
ANS :
আলোক দীপ্তি
|
8 || ভ্যানডিয়াম পেন্টক্সাইড এর সংকেত হলো ? |
[A] V2O5
[B] S2O2
[C] K2O5
[D] P2O5
|
ANS :
V2O5 |
9 || অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হলো ? |
[A] MNO2
[B] KMNO3
[C] KCIO3
[D] SO2
|
ANS :
MNO2 |
10 || বায়ুর চাপ প্রয়োগের কারণ ? |
[A] বায়ুর ভর [B] বায়ুর অনুগুলির গতিশীলতা [C] বায়ুর সংনমতা [D] বায়ুর ওজন |
ANS : বায়ুর ওজন |