History MCQ Question And Answer Part 18 || ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 18 |
1 || গৌর বা বাংলা দেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন ? |
[A] লক্ষণ সেন [B] শশাঙ্ক [C] দেব পাল [D] বল্লাল সেন |
ANS :
শশাঙ্ক
|
2 || স্যার কার্জন উইলি কে কে হত্যা করেন ? |
[A] লালা হরদয়াল [B] তারক নাথ দাস [C] বীরেন্দ্র নাথ চট্টোপাধ্যায় [D] মদন লাল ধিংরা |
ANS :
মদন লাল ধিংরা
|
3 || বাঘা যতীন কার ছদ্মনাম ? |
[A] যতীন্দ্র নাথ ভট্টাচার্য [B] যতীন্দ্র নাথ মুখার্জী [C] যতীন্দ্র নাথ বানার্জী [D] যতীন্দ্র নাথ চক্রবর্তী |
ANS :
যতীন্দ্র নাথ মুখার্জী
|
4 || ইন্ডিয়া হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ? |
[A] রাসবিহারী বসু [B] আনি বেসান্ত [C] শ্যামাজী কৃষ্ণবর্মা [D] সতীশ চন্দ্র বসু |
ANS :
শ্যামাজী কৃষ্ণবর্মা
|
5 || সীমান্ত গান্ধী কাকে বলে ? |
[A] মহম্মদ আলী জিন্নাহ [B] সৈয়দ আহম্মদ খাঁ [C] খান আবদুল গফফর খান [D] মহম্মদ আলী গফুর |
ANS :
খান আবদুল গফফর খান
|
6 || তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় ? |
[A] ১৯৩১ সালে [B] ১৯৩২ সালে [C] ১৯৩৩ সালে [D] ১৯৩৪ সালে |
ANS :
১৯৩২ সালে
|
7 || বৌদ্ধ দের উপাসনা স্থল কে কি বলা হয় ? |
[A] উপাসনা গৃহ [B] মঠ বা বিহার [C] চৈত [D] সবকয়টি |
ANS :
মঠ বা বিহার
|
8 || প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয় ? |
[A] সারনাথে [B] পাটুলি পুত্রে [C] জলন্ধরে [D] রাজগৃহে |
ANS :
রাজগৃহে
|
9 || কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন ? |
[A] রাষ্ট্রপতি [B] উপ রাষ্ট্রপতি [C] লোক সভার অধ্যক্ষ [D] অর্থমন্ত্রী |
ANS :
লোকসভার অধ্যক্ষ
|
10 || শকাব্দ গণনা কোন বছর শুরু হয় ? |
[A] ৩৩৮ খিস্টাব্দে [B] ৬৮ খিস্টাব্দে [C] ৩৪৮ খিস্টাব্দে [D] ৭৮ খিস্টাব্দে |
ANS : ৭৮ খিস্টাব্দে |