General Science MCQ Question And Answer Part 5 || সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পার্ট 5 |
1 || MKS পদ্ধতিতে ভরের একক কি ? |
[A] নিউটন [B] ডাইন [C] পাউন্ড [D] কোনোটাই নয় |
ANS :
নিউটন
|
2 || সোডিয়াম কে কেরোসিন এর মধ্যে রাখা হয় কেন ? |
[A] এটি বায়ুর সংস্পর্শে মলিন হয় [B] এটি বায়ুর সংস্পর্শে জ্বলতে থাকে [C] এটি সক্রিয় থাকে [D] এটি বাস্পীভবন থেকে রক্ষা পায় |
ANS :
এটি বাস্পীভবন থেকে রক্ষা পায়
|
3 || নিচের কোন পদার্থ তড়িত অপরিবাহী ? |
[A] চিনির জলীয় দ্রবণ [B] গ্রাফাইট [C] এলুমুনিয়াম [D] সালফিউরিক অসিড |
ANS :
চিনির জলীয় দ্রবণ
|
4 || শব্দ তরঙ্গের গতিবেগ কঠিন মাধমে বায়ুর তুলনায় ? |
[A] কম [B] সমান [C] বেশি [D] অল্প কম |
ANS :
বেশি
|
5 || কস্টিক সোডার রং কি ? |
[A] সাদা [B] নীল্ [C] লাল [D] বেগুনি |
ANS :
সাদা
|
6 || যখন বরফ গলে জলে পরিনত হয় তখন তার ? |
[A] আয়তন বৃদ্ধি পায় [B] ভর হ্রাস পায় [C] ভর বৃদ্ধি পায় [D] আয়তন হ্রাস পায় |
ANS :
আয়তন হ্রাস পায়
|
7 || কাপড় কাচার সোডার আসল নাম কি ? |
[A] সোডিয়াম কার্বনেট [B] ক্যালসিয়াম হাইপোক্লোরাইড [C] ক্যালসিয়াম বাই কার্বনেট [D] সোডিয়াম বাই কার্বনেট |
ANS :
সোডিয়াম কার্বনেট
|
8 || মার্স গ্যাসের মূল উপাদান কি ? |
[A] কার্বন ডাই অক্সাইড [B] কার্বন মনোঅক্সাইড [C] মিথেন [D] ইথেন |
ANS :
মিথেন
|
9 || মোম হলো প্রকৃত পক্ষে ? |
[A] হাইড্রকার্বন [B] হাইড্রক্লোরাইড [C] হাইড্রঅক্সাইড [D] হাইড্রফ্লুরাইড |
ANS :
হাইড্রকার্বন
|
10 || নিচের কোন মৌলের প্রকৃতি জাত কোনো আইসোটোপ নেই ? |
[A] অক্সিজেন [B] ক্লোরিন [C] টিন [D] সোডিয়াম |
ANS : টিন |