Geography MCQ Question And Answer part 15 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 15 |
1 || একটি মুখ্য ও একটি গৌন জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ? |
[A] ১২ ঘন্টা ১২ মিনিট [B] ১৯ ঘন্টা ২২ মিনিট [C] ১২ ঘন্টা ২৬ মিনিট [D] ২৪ ঘন্টা ২২ মিনিট |
ANS :
১২ ঘন্টা ২৬ মিনিট
|
2 || সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি ? |
[A] আকস্মিক বায়ু [B] সমুদ্র জলের তলদেশে ধাক্কা [C] নিয়ত বায়ু [D] সমুদ্রের গভীরতা |
ANS :
নিয়ত বায়ু
|
3 || নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? |
[A] অনাইমুদী [B] দোদাবেতা [C] পালানি [D] পলকন্ডা |
ANS :
দোদাবেতা
|
4 || শিবালিক পর্বত শ্রেনীর উপত্যকা গুলি কে কি বলে ? |
[A] ঘুম [B] দুন [C] চেনাব [D] কারেওয়া |
ANS :
দুন
|
5 || দুটি মুখ্য ও দুটি গৌন জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ? |
[A] ২৩ ঘন্টা [B] ২৪ ঘন্টা ৫২ মিনিট [C] ২৫ ঘন্টা ১২ মিনিট [D] ২২ ঘন্টা ১২ মিনিট |
ANS :
২৪ ঘন্টা ৫২ মিনিট
|
6 || সুস্পষ্ট হিম প্রাচীর প্রধানত কোন মহাসাগরে দেখা যায় ? |
[A] প্রশান্ত [B] আটলান্টিক [C] ভারত [D] কুমেরু |
ANS :
আটলান্টিক
|
7 || ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বত কোনটি ? |
[A] হিমালয় [B] নীলগিরি [C] শিবালিক [D] আরাবল্লী |
ANS :
আরাবল্লী
|
8 || ভারতে অবস্থিত হিমালয় এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? |
[A] কারাকোরাম [B] লিওপার্গেল [C] কাঞ্চনজঙ্ঘা [D] এভারেস্ট |
ANS :
কাঞ্চনজঙ্ঘা
|
9 || মরা কোটাল কোন তিথি তে হয় ? |
[A] নবমী তিথি [B] একাদসী তিথি [C] সপ্তমী তিথি [D] অষ্টমী তিথি |
ANS :
অষ্টমী তিথি
|
10 || হিমাদ্রির উ: প: প্রান্তে কোন পর্বত অবস্থিত ? |
[A] আনাইমুদি [B] পালানি [C] শিবালিক পর্বত [D] নাঙ্গা পর্বত |
ANS : নাঙ্গা পর্বত |