Geography MCQ Question And Answer part 16 || ভুগোল MCQ প্রশ্ন উত্তর পার্ট 16 |
1 || ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম কি ? |
[A] হলদি [B] পদ্মা [C] যমুনা [D] গঙ্গা |
ANS : গঙ্গা |
2 || ব্রহ্মপুত্র নদীর দুটি উপনদী হলো ? |
[A] দিহং ও দিবং [B] ঝিলম ও ইরাবতী [C] তিস্তা ও মহানন্দা [D] ধানসিড়ি ও সুবনসিরি |
ANS : ধানসিড়ি ও সুবনসিরি |
3 || ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম কি ? |
[A] লুনি [B] সবরমতী [C] মাহী [D] নর্মদা |
ANS : নর্মদা |
4 || কোন গিরিপথ শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে ? |
[A] বানিহাল [B] লেপ্চা [C] বরলাচলা [D] জহর টানেল |
ANS : বানিহাল |
5 || পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের বৃষ্টিপাত সাধারণত কি প্রকারের ? |
[A] ঘূর্ণিঝড় [B] সৈলক্ষেপ [C] পরিচলন [D] কোনোটাই নয় |
ANS : সৈলক্ষেপ |
6 || নিম্নলিখিত কোনটি ভূমিক্ষয় প্রতিরোধের একটি উপায় ? |
[A] বনভূমি সৃষ্টি [B] ভূমিতে চাষ না করা [C] ভূমিতে বৃষ্টির জল পরতে না দেওয়া [D] কোনোটাই নয় |
ANS : বনভূমি সৃষ্টি |
7 || মেঘালয় মালভূমিতে কোন মাটির প্রাচুর্য বেশি ? |
[A] চারনোজেম [B] পডজল [C] ল্যাটেরাইট [D] রেগুর |
ANS : ল্যাটেরাইট |
8 || ভারতের কোন অংশে অম্ল বৃষ্টি দেখা যায় ? |
[A] উত্তর ভারত [B] দক্ষিন ভারত [C] উত্তর পূর্ব ভারত [D] উত্তর মধ্য ভারত |
ANS : দক্ষিন ভারত |
9 || গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর প্রসারিত ? |
[A] গোমুখ থেকে এলাহাবাদ পর্যন্ত [B] গোমুখ থেকে পাটনা পর্যন্ত [C] গোমুখ থেকে ধুলিয়ান পর্যন্ত [D] গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত |
ANS : গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত |
10 || ব্রহ্মপুত্র নদীর উত্স কথা থেকে ? |
[A] সিং খা বাব হিমবাহ থেকে [B] চেমুয়াং দুঙ হিমবাহ থেকে [C] জেমু হিমবাহ থেকে [D] কোনোটাই নয় |
ANS : চেমুয়াং দুঙ হিমবাহ থেকে |