KORMOZOG
গঙ্গা ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী। এই নদী ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় নদীও বটে।
গঙ্গার দৈর্ঘ্য ২,৫২৫ কিমি উৎসস্থল পশ্চিম হিমালয়ে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। দক্ষিণ ও পূর্বে গাঙ্গেয় সমভূমি
অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরে। গঙ্গা নদী
উত্তরাখণ্ড,উত্তরপ্রদেশ, বিহার, ঝারখন্ড, পশ্চিমবঙ্গ
রাজ্যের মধ্য দিয়ে বয়ে গেছে
দৈর্ঘ্য : ভারতে ২৫২৫ কিমি |
উৎপত্তিস্থল : গঙ্গোত্রী হিমবাহ |
উপনদী ডানতীরের : যমুনা, শোন |
উপনদী বামতীরের : রামগঙ্গা, ঘর্ঘরা, গোমতী, গণ্ডক, কোশী |
শাখানদী : ভাগীরথী, হুগলি, ভৈরবী, জলঙ্গি, চূর্ণী, মাথাভাঙ্গা, পিয়ালী |
বদ্বীপ : সুন্দরবন |
মোহনা : বঙ্গোপসাগর |
KORMOZOG
সিন্ধু নদী পাকিস্তানের দীর্ঘতম এবং গুরুত্বপূর্ণ নদ এবং ভারত উপমহাদেশের গুরুত্বপূর্ণ নদনদীগুলোর একটি, যার নাম অনুসারে ভারতের নাম ইংরেজিতে ইন্ডিয়া বা ফার্সিতে হিন্দ/হিন্দুস্তান হয়েছে। সিন্ধু নদী এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী। মানস সরোবর -এর পার্শ্ববর্তী এলাকায় তিব্বতীয় মালভূমি থেকে উদ্গত হয়ে নদীটি জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে গিলগিট-বালতিস্তান ও হিন্দুকুশ সীমান্তের দিকে অগ্রসর হয় এবং তারপর সিন্ধে করাচির বন্দর নগরীর নিকটবর্তী আরব সাগরে মিলিত হবার জন্য সমগ্র পাকিস্তান জুড়ে দক্ষিণ অভিমুখে প্রবাহিত হয়। এটি পাকিস্তানের দীর্ঘতম নদী এবং জাতীয় নদী।
পাকিস্তান (৯৩%) ভারত (৫%) চীন (২%) এর মধ্য দিয়ে বয়ে গিয়েছে
দৈর্ঘ্য : ভারতে ৭০৯ কিমি |
উৎপত্তিস্থল : মানস সরোবরের নিকট সিঙ্গিখাবাব হিমবাহ |
উপনদী ডানতীরের : শায়ক, শিগার ও গিলগিট |
উপনদী বামতীরের : বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা |
শাখানদী : নেই |
বদ্বীপ : ভারতে নেই |
মোহনা : আরব সাগর |
to be Continued.......................