Q সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান Chevalier de la Legion d’Honneur দ্বারা সম্মানিত হচ্ছেন কোন কংগ্রেস নেতা ? • শশী থারুর
Q UNCTAD-এর রিপোর্ট অনুযায়ী, Diigital Currency Ownership 2021 তালিকায় ভারতের স্থান কত ? • ৭
Q Miss India USA 2022 শিরোপা জিতলেন কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ? • আর্যা ওয়ালভেকার
Q সম্প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য করোনার বুস্টার ডোজ হিসাবে কোনটি ব্যবহারের অনুমোদন দিল কেন্দ্র ? • Corbevax
Q ইরানের Khayyam নামে স্যাটেলাইটটি লঞ্চ করলো কোন দেশ ? • রাশিয়া
Q World Organ Donation Day পালন করা হয় কবে ? • ১৩ই আগস্ট
Q 26th National Sports Climbing Championship হোস্ট করছে কোন রাজ্য ? • উত্তরাখণ্ড
Q 2nd North East Olympics 2022 Games হোস্ট করবে কোন শহর ? • শিলং
Q সম্প্রতি নতুন "ল্যাঙ্গা ভাইরাসের" খোঁজ মিলল কোন দেশে ? • চীন
Q প্রধানমন্ত্রী আবাস যোজনা(শহরাঞ্চল) কোন সাল পর্যন্ত বহাল রাখার অনুমোদন দিল কেন্দ্র ? • ২০২৪
Q সম্প্রতি প্রয়াত প্রদীপ পটবর্ধন কে ছিলেন ? • অভিনেতা
Q আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে ? • ১২ই আগস্ট
Q 12th Defence Expo অনুষ্ঠিত হবে কোথায় ? • গান্ধীনগর (গুজরাট)
Q সম্প্রতি নীতিশ কুমার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে পুনরায় শপথ গ্রহন করলেন ? • বিহার
Q কোন দেশের সাথে ‘Udarashakti’ নামে বায়ুসেনা অনুশীলন অনুষ্ঠিত করবে মালেশিয়া ? • ভারত
Q ‘Rusty Skies & Golden Winds’ শিরোনামে বই লিখলেন কে ? • সান্নিধ্য শর্মা
Q 44th Chess Olympiad-এ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলো কোন দেশ ? • ইউক্রেন
Q World Women Entrepreneurs'Award 2022 জিতলেন সঙ্গীতা অভয়ন, তিনি কোন রাজ্যের বাসিন্দা ? • কেরালা
Q শিক্ষাকে প্রোমোট করার জন্য DREAMSS 2022 Award পেলেন কে ? • সত্যনারায়ণন মুন্দায়ুর
Q ৭৩৭.৫ কেজি ওজন তুলে Guinness Powerlifting World Record গড়লেন কে ? • Tamara Walcott
Q সম্প্রতি নীতিশ কুমার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন ? • বিহার
Q অনাথ শিশুদের জন্য Mukhyamantri Bal Ashirwad Yojana লঞ্চ করলো কোন রাজ্য ? • মধ্যপ্রদেশ
Q পুনরায় ৫ বছরের জন্য কোন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন গোপাল ভিত্তাল ? • Bharti Airtel
Q কাকোরি ট্রেন অ্যাকশন বার্ষিকী উদযাপনের দিন “Radio Jaighosh” লঞ্চ করলো কোন রাজ্য ? • উত্তরপ্রদেশ
Q Power Grid Corporation-এর চিফ ফিনান্সিয়াল অফিসার(CFO) পদে নিযুক্ত হলেন কে ? • প্রমোদ কুমার
Q ODI ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে ৮০০০ রান সম্পূর্ণ করলেন কে ? • তামিম ইকবাল
Q কোন দেশের সাথে ‘Ex Vajra Prahar 2022’ নামে অনুশীলন শুরু করলো ভারত ? • আমেরিকা
Q কোথায় 4th ONGC Para Games 2022-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিং পুরী ? • নিউ দিল্লি
Q প্রথম Khelo India Women’s Hockey League U-16 অনুষ্ঠিত হবে কোথায় ? • নিউ দিল্লি
Q 2021-22 AIFF Footballer of the Year হলেন কে ? • সুনীল ছেত্রী
Q চাষীদের ইনকাম দ্বিগুণ করতে Panchamrut Yojana লঞ্চ করলো কোন রাজ্য ? • উত্তরপ্রদেশ
Q উচ্চ শিক্ষায় ১০০% ন্যাশনাল এডুকেশন পলিসির বাস্তবায়নের ঘোষণা করলো কোন রাজ্য ? • গোয়া
Q প্রথম ভারতীয় হিসাবে World U20 Athletics Championship-এ দুটি পদক জিতলেন কে ? • রুপল চৌধুরী
Q প্রতিটি জেলায় ১টি করে সংস্কৃত ভাষায় কথা বলা গ্রাম তৈরি করার সিদ্ধান্ত নিলো কোন রাজ্য সরকার ? • উত্তরাখণ্ড
Q সাম্প্রতিক নতুন নিয়ম অনুসারে, কাদেরকে অটল পেনশন যোজনার থেকে বহির্ভূত করা হলো ? • ইনকাম ট্যাক্স প্রদানকারী
Q "Bravo Yadav" শিরোনামে কার্গিল হিরো যোগেন্দ্র সিং যাদবের জীবনী গ্রন্থ লিখলেন কে ? • দীপক সিং
Q অনির্দিষ্টকালের জন্য কোন দেশকে ব্যান করলো FIFA ? • ভারত
Q 2022 UEFA Super Cup জিতলো কোন ফুটবল ক্লাব ? • Real Madrid
Q 2026 Chess Olympiad হোস্ট করবে কোন দেশ ? • উজবেকিস্তান
Q উত্তর কাশ্মীরে প্রথমবার Machhal Women's Cricket League-এর আয়োজন করলো কে ? • ইন্ডিয়ান আর্মি
Q প্রথম ভারতীয় মনস্তাত্ত্বিক হিসাবে Heritage Wall of Fame-এ অন্তর্ভুক্ত হলেন কে ? • রমাধর সিং
Q বাংলাদেশে Indian Visa Application Centre পরিচালনা করবে কোন ব্যাঙ্ক ? • State Bank of India
Q কোথায় Centre of Excellence for Vegetable Cultivation প্রতিষ্ঠা করা হবে ? • চান্দৌলি (উত্তরপ্রদেশ)
Q বাংলাদেশকে ৫-২ গোলে পরাজিত করে SAFF U-20 Championship জিতলো কোন দেশ ? • ভারত
Q ২০২২ কমনওয়েলথ গেমসে ভারত মোট কয়টি মেডেল জিতেছে ? • ৬১টি
Q ২০২২ জুলাই মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন Emma Lamb, তিনি কোন দেশের ক্রিকেটার ? • ইংল্যান্ড
Q সম্প্রতি প্রয়াত রাকেশ ঝুনঝুনবালা কে ছিলেন ? • ব্যবসায়ী
Q ‘SPARK’ নামে ডিজিটাল স্পেস মিউজিয়াম লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা ? • ISRO
Q সম্প্রতি পবন কুমার বরঠাকুর কোন রাজ্যের চিফ সেক্রেটারী পদে নিযুক্ত হলেন ? • আসাম
Q কোথায় ভারতের প্রথম "হিমালয়ান মশলা বাগান" তৈরি করা হলো ? • রানীক্ষেত (উত্তরাখণ্ড)
Q লাদাখের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘dPal rNgam Duston’ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন আধ্যাত্মিক নেতা ? • দালাই লামা
Q প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০টি T20 ম্যাচ খেললেন কে ? • Kieron Pollard তিনি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়
Q সম্প্রতি অগস্ত্যমালাই হাতি সংরক্ষণ কেন্দ্রের অনুমোদন দিল কোন রাজ্য ? • তামিলনাড়ু
Q বিশ্ব সিংহ দিবস কবে পালন করা হয় ? • ১০ই আগস্ট
Q ক্যাবিনেট সেক্রেটারী হিসাবে রাজীব গৌবার কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি পেল ? • ১ বছর
Q প্রথম সাউথ এশিয়ান হিসাবে Lisbon Achievement Award পেলেন মারিনা তাবাসুম, তিনি কোন দেশের আর্কিটেক্ট ? • বাংলাদেশ
Q গরু দত্তক নেওয়ার জন্য Punyakoti Dattu Yojana লঞ্চ করলো কোন রাজ্য ? • কর্ণাটক
Q প্রথম ভারতীয় হিসাবে Canoe Sprint World Championship 2022-এ রুপোর মেডেল জিতলেন কে ? • পূজা ওঝা
Q সম্প্রতি উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার ? • ঋষভ পান্থ
Q 2022 Washington Open পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন Nick Kyrgios, তিনি কোন দেশের টেনিস খেলোয়াড় ? • অস্ট্রেলিয়া
Q "রোশনি" নামে ভারতের প্রথম স্যালাইন ওয়াটার ল্যান্টার্ন লঞ্চ করলেন কে ? • ড. জিতেন্দ্র সিং
Q জুলাই মাসে ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী দেশ হলো কোনটি ? • রাশিয়া
Q সম্প্রতি ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন কে ? • জগদীপ ধনকর
Q ২০২২ জুলাই মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন কে ? • Prabath Jayasuriya
Q ফ্রান্স সরকারের থেকে Chevalier Award দ্বারা সম্মানিত হলেন কে ? • কন্নন সুন্দরম
Q Clades I, IIa and IIb নামে কোন ভাইরাস প্রজাতির নামকরণ করলো WHO ? • মাঙ্কিপক্স ভাইরাস
Q আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় কবে ? • ৯ই আগস্ট
Q সম্প্রতি UNESCO's Important Endangered Heritage Observatories তালিকায় অন্তর্ভুক্ত হওয়া Langat Singh College-এর Astronomical Observatory কোন রাজ্যে অবস্থিত ? • বিহার
Q সম্প্রতি ভি. প্রণব ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন ? • ৭৫তম
Q সম্প্রতি James Marape কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহন করলেন ? • পাপুয়া নিউগিনি
Q সম্প্রতি কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে Village Defence Guard Scheme কার্যকর হলো ? • জম্মু-কাশ্মীর
Q সম্প্রতি কোথায় 2G Ethanol Plant-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ? • হরিয়ানা
Q প্রথম Women’s IPL অনুষ্ঠিত হবে কবে ? • মার্চ, ২০২৩
Q প্রথম কোম্পানী হিসাবে Open Network for Digital Commerce-এ যোগদান করলো কে ? • Microsoft
Q ভারতের ৭৫তম স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষ্যে "India Ki Udaan" নামে অনলাইন প্রোজেক্ট লঞ্চ করলো কোন কোম্পানী ? • Google
Q তাঁতিদের জন্য Nethanna Bima Scheme লঞ্চ করলো কোন রাজ্য সরকার ? • তেলেঙ্গানা
Q ২০২২ সালে কত তম স্বাধীনতা দিবস পালন করা হলো ? • ৭৬তম
Q ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ‘SMILE-75’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক ? • সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
Q Council of Scientific and Industrial Research(CSIR)-এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে ? • নাল্লাথাম্বি কালাইসেলভী
Q International Chess Federation(FIDE)-এর ডেপুটি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে ? • বিশ্বনাথন আনন্দ
Q সম্প্রতি প্রয়াত মিথিলেশ চতুর্বেদী কে ছিলেন ? • অভিনেতা
Q সম্প্রতি "Him Drone-a-thon" প্রোগ্রাম করলো কোন প্রতিরক্ষা বাহিনী ? • ইন্ডিয়ান এয়ার ফোর্স
Q সম্প্রতি ইন্দারজির ক্যামোত্রা কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন ? • Unity Bank
Q নেপাল ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ? • মনোজ প্রভাকর
Q 44th Chess Olympiad-এ পুরুষ বিভাগে সোনা জিতলো কোন দেশ ? • উজবেকিস্তান
Q United Nations Military Observer Group in India and Pakistan (UNMOGIP)-এর মিশন হেড এবং চিফ মিলিটারি অবজারভার পদে নিযুক্ত হলেন কে ? • Guillermo Pablo Rios
Q সম্প্রতি প্রয়াত শিবামোগ্গা সুব্বানা কে ছিলেন ? • সঙ্গীত শিল্পী
Q T20 ক্রিকেট ৬০০টি উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হলেন কে ? • Dwayne Bravo
Q মুম্বাইয়ে "ভারত রঙ্গ মহোৎসব" নামে ৫দিন ব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করলেন কোন রাজ্যের রাজ্যপাল ? • মহারাষ্ট্র
Q ভারতের প্রথম ডিজিটাল লোক আদালত অনুষ্ঠিত করবে কোন রাজ্য ? • রাজস্থান ও মহারাষ্ট্র
Q ভারতের প্রথম শহর হিসাবে Google-এর থেকে Environmental Insights Explorer Data রিলিজ করছে কে ? • ঔরঙ্গাবাদ
Q সম্প্রতি Gustavo Petro কোন দেশের প্রথম বামপন্থী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ? • কলম্বিয়া
Q সম্প্রতি বিশ্বে প্রথম কৃত্রিম ভ্রূণ তৈরি করলো কোন দেশের গবেষকরা ? • ইজরায়েল
Q GST সংক্রান্ত Lucky Bill App লঞ্চ করলো কোন রাজ্য সরকার ? • কেরালা
Q "One Road-One Week" নামে ইনিশিয়েটিভ লঞ্চ করলেন কোন কেন্দ্র শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর ? • দিল্লি
Q সম্প্রতি অবসর ঘোষণাকারী সেরেনা উইলিয়ামস কোন খেলার সঙ্গে যুক্ত ? • টেনিস
Q স্যাটেলাইট যোগাযোগের পরীক্ষা করতে "Skylight" নামে অনুশীলন অনুষ্ঠিত করলো কে ? • ইন্ডিয়ান আর্মি
Q সম্প্রতি কোন কোম্পানির চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন অমিত বর্মন ? • Dabur India
Q "How China Sees India and the World" শিরোনামে বই লিখলেন কে ? • শ্যাম সরণ