WBCS,PSC GEOGRAPHY general knowledge questions and answers in bengali Part 29 || kormozog |
1 || মরুদ্যান সৃষ্টির মূলে বাতাসের কোন ক্রিয়া টি দায়ী ?
[A] অবঘর্স
[B] ঘর্সন
[C] সঞ্চয়
[D] অপসারণ
ANS :
অপসারণ
2 || নিচের কোনটি সমুদ্র স্রোতের একটি ভৌগলিক কারণ নয় ?
[A] বায়ু প্রবাহ
[B] জলের উষ্ণতা
[C] সূর্যের তাপ
[D] পৃথিবীর আবর্তন
ANS :
সূর্যের তাপ
3 || ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] ভিয়েনা
[B] ওয়াশিংটন
[C] নিউইয়র্ক
[D] প্যারিস
ANS :
ভিয়েনা
4 || কোথায় বেশি রবার পাওয়া যায় ?
[A] গোয়া
[B] কেরল
[C] মনিপুর
[D] ত্রিপুরা
ANS :
কেরল
5 || ভারতের গভীরতম বন্দর হলো ?
[A] নভসেবা
[B] কান্ড|লা
[C] পারাদ্বীপ
[D] বিশাখাপত্তনম
ANS :
বিশাখাপত্তনম
6 || " দারু চিনি দ্বীপ " নামে পরিচিত ?
[A] আন্দামান
[B] মালদ্বীপ
[C] লাক্ষা
[D] শ্রীলংকা
ANS :
শ্রীলংকা
7 || পারস্যের বর্তমান নাম হলো ?
[A] ইরাক
[B] ইরান
[C] সৌদি
[D] কুয়েত
ANS :
ইরান
8 || ছত্রিসগড় এর রাজধানী হলো ?
[A] বিলাসপুর
[B] ধামতারি
[C] রায়গড়
[D] রায়পুর
ANS :
রায়পুর
9 || কোন উদ্ভিদের শ্বাসমূল আছে ?
[A] বট
[B] সুন্দরী
[C] ফনীমনসা
[D] শাল
ANS :
সুন্দরী
10 || পৃথিবীর বৃহত্তম জনবহুল শহর হলো ?
[A] বেজিং
[B] টোকিও
[C] ব্রাজিল
[D] নিউইয়র্ক
ANS :
টোকিও