বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কী? নিম্নের কোন শিল্প থেকে দূষিত গরমজল নির্গত হয় ? ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশ কী নামে পরিচিত? বায়ু শিশিরাঙ্ক উষ্ণতায় উপনীত হলে তার আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে? কাকে ভারতের প্রবেশদ্বার বলে? বৈষম্যমূলক ক্ষয়ের ফলে সৃষ্ট ধাপযুক্ত অতিসুদৃশ্য জলপ্রপাতকে কী বলে ? স্ক্র্যাবার যন্ত্রটি কোথায় ব্যবহৃত হয় ? উৎস অঞ্চলে নদী অববাহিকাকে কী বলে ? নিউ ফাউণ্ডল্যাণ্ডের সংলগ্ন অঞ্চলে কোন দুটি স্রোত মিলিতভাবে হিমপ্রাচীর গঠন করেছে ? সু-স্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশনের নাম কী ?
1 স্ক্র্যাবার যন্ত্রটি কোথায় ব্যবহৃত হয় ?
[A] বায়ু দূষণ নিয়ন্ত্রণে
[B] শব্দ দূষণ নিয়ন্ত্রণে
[C] মহাকাশ দূষণ নিয়ন্ত্রণে
[D] দৃশ্য দূষণ নিয়ন্ত্রণে
ANS :
2 সু-স্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশনের নাম কী ?
[A] থ্যাকরে
[B] ব্রুট ল্যান্ড
[C] সচ্চার
[D] কোনটাই নয়
ANS :
3 নিম্নের কোন শিল্প থেকে দূষিত গরমজল নির্গত হয় ?
[A] কাগজ শিল্প
[B] চা শিল্প
[C] মৃৎশিল্প
[D] পেট্রোরাসায়নিক শিল্প
ANS :
4 বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কী ?
[A] ইয়ারদাং
[B] গৌড়
[C] পিচ ফেলসন
[D] পেডিমেন্ট
ANS :
5 ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশ কী নামে পরিচিত ?
[A] করমন্ডল উপকূল
[B] কঙ্কন উপকূল
[C] মালাবার উপকূল
[D] উত্তর সরকার উপকূল
ANS :
6 বায়ু শিশিরাঙ্ক উষ্ণতায় উপনীত হলে তার আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে ?
[A] ৫০ শতাংশ
[B] ১০০ শতাংশ
[C] ১১০ শতাংশ
[D] ১২০ শতাংশ
ANS :
7 উৎস অঞ্চলে নদী অববাহিকাকে কী বলে ?
[A] উৎস অববাহিকা
[B] ধারণ অববাহিকা
[C] ঊর্ধগামী অববাহিকা
[D] নিম্নগামী অববাহিকা
ANS :
8 কাকে ভারতের প্রবেশদ্বার বলে ?
[A] দিল্লি
[B] সূরাট
[C] চেন্নাই
[D] মুম্বাই
ANS :
9 নিউ ফাউণ্ডল্যাণ্ডের সংলগ্ন অঞ্চলে কোন দুটি স্রোত মিলিতভাবে হিমপ্রাচীর গঠন করেছে ?
[A] উষ্ণ ক্যানারি স্রোত ও শীতল বেরিং স্রোত
[B] শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ ক্যানারি স্রোত
[C] শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত
[D] উষ্ণ ক্যানারি স্রোত ও শীতল গ্রীনল্যান্ড স্রোত
ANS :
10 বৈষম্যমূলক ক্ষয়ের ফলে সৃষ্ট ধাপযুক্ত অতিসুদৃশ্য জলপ্রপাতকে কী বলে ?
[A] ক্যানিয়ন
[B] সিরাক
[C] গিরিখাত
[D] কাসকেড
ANS :