কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোতের নাম লেখো ? ভারতে প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয় কত সালে ? আসামে কালবৈশাখী কী নামে পরিচিত? কোন মাটির স্থানীয় নাম মোরাম ? মরু অঞ্চলে মাটির স্থানীয় নাম কী? উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় কোন প্রক্রিয়ায় ? মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কী বলে? বায়ুর প্রবাহপথের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কী বলে?
1 মরু অঞ্চলে মাটির স্থানীয় নাম কী ?
[A] পডজল
[B] গ্লেই
[C] চারনোজেম
[D] সিরোজেম
ANS :
2 মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কী বলে ?
[A] ধায়া
[B] ধ্রিয়ান
[C] বাজাদা
[D] প্লায়া
ANS :
3 কোন মাটির স্থানীয় নাম মোরাম ?
[A] পডজল
[B] চার্নজেম
[C] ল্যাটেরাইট
[D] লিথসল
ANS :
4 ভারতে প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয় কত সালে ?
[A] ১৮৫৩ সালে
[B] ১৮৬১ সালে
[C] ১৮৭৫ সালে
[D] ১৮৭৮ সালে
ANS :
5 আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোতের নাম লেখো ?
[A] বেরিং
[B] ব্রাজিল
[C] কুরসিও
[D] উপসাগরীয়
ANS :
6 উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় কোন প্রক্রিয়ায় ?
[A] নগ্নীভবন
[B] পুঞ্জিত ক্ষয়
[C] ক্ষয়ীভবন
[D] আবহবিকার
ANS :
7 কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
[A] উত্তরপ্রদেশ
[B] কানপুর
[C] গোরক্ষপুর
[D] দেরাদুন
ANS :
8 বায়ুর প্রবাহপথের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কী বলে ?
[A] সিফ
[B] পিরামিডিয়াল
[C] হোয়েল ব্যাক
[D] বারখা
ANS :
9 ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] কেরল
[D] অন্ধ্রপ্রদেশ
ANS :
10 আসামে কালবৈশাখী কী নামে পরিচিত ?
[A] লু
[B] অনধি
[C] বরদৈছলা
[D] সাইক্লোন
ANS :