ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য কি ? শ্বেত রক্তকণিকাকে কী বলা হয় ? ক্রীতদাসের হাসি উপন্যাসের রচয়িতা কে ? সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ? কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ? ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন কত নং ধারায় ? ভার্ণালাইজেশনের মাধ্যমে কি করা হয় ? BBC প্রতিষ্ঠা হয় কোন সালে ? ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত ? উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে ?
WBCS Preliminary Last 14 Years GK Solutions Part 57 |
1 কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
[A] 1835 সালে
[B] 1865 সালে
[C] 1870 সালে
[D] 1880 সালে
ANS :
2 ভার্ণালাইজেশনের মাধ্যমে কি করা হয় ?
[A] অধিক ফলনশিল গাছের বীজ উত্পাদন করা হয়
[B] দ্রুত বর্ধিষ্ণু গাছের বীজ উত্পাদন করা হয়
[C] মাটি ছাড়াই বেঁচে থাকে এরকম গাছের বীজ উত্পাদন করা হয়
[D] ক্ষয়প্রতিরোধী রবার উত্পাদন করা হয়
ANS :
3 ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত ?
[A] উরুগুয়ে
[B] নিউজিল্যান্ড
[C] ব্রাজিল
[D] প্যারাগুয়ে
ANS :
4 ক্রীতদাসের হাসি উপন্যাসের রচয়িতা কে ?
[A] শওকত মোল্লা
[B] শওকত গাজী
[C] শওকত ওসমান
[D] শওকত আলী
ANS :
5 শ্বেত রক্তকণিকাকে কী বলা হয় ?
[A] রক্তের প্রহরী
[B] রক্তের সেনাপতি
[C] রক্তের রাজা
[D] রক্তের প্রজা
ANS :
6 সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ?
[A] ১৫ থেকে ২০
[B] ২২ থেকে ৩৫
[C] ২২ থেকে ২৭
[D] ২২ থেকে ২৩
ANS :
7 ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন কত নং ধারায় ?
[A] 352 নং
[B] 353 নং
[C] 354 নং
[D] 355 নং
ANS :
8 BBC প্রতিষ্ঠা হয় কোন সালে ?
[A] ১৯২২ সালে
[B] ১৯২৭ সালে
[C] ১৯৩৫ সালে
[D] ১৯৩৬ সালে
ANS :
9 ভেক্টর রাশির আবশ্যিক বৈশিষ্ট্য কি ?
[A] মান
[B] দিক
[C] মান ও দিক
[D] কোনাটিই নয়
ANS :
10 উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে ?
[A] মূলে ও কাণ্ডের অগ্রভাগে
[B] পাতার অগ্রভাগে
[C] ফুলের অগ্রভাগে
[D] মূলের অগ্রভাগে
ANS :