নিচের কোনটি দুধে থাকে ? মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি ? সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ? সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? উপনিষদের মুখ্য বিষয় কি ? যকৃতের রোগ কোনটি ? বাংলা গদ্য সাহিত্যের প্রথম বইটির নাম কি ? কুঞ্জরানিদেবী কোন খেলার সঙ্গে যুক্ত ? নিচের কোনটি মূলহীন উদ্ভিদ ? কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?
WBCS Previous Year GK Solutions Part 56 |
1 নিচের কোনটি দুধে থাকে ?
[A] অ্যাসিটিক অ্যাসিড
[B] ল্যাকটিক অ্যাসিড
[C] টারটারিক অ্যাসিড
[D] ম্যালিক অ্যাসিড
ANS :
2 নিচের কোনটি মূলহীন উদ্ভিদ ?
[A] কচুরি পানা
[B] ঝাঁঝি
[C] পদ্ম
[D] হাইড্রিলা
ANS :
3 কুঞ্জরানিদেবী কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ক্রিকেট
[B] ফুটবল
[C] ওয়েট লিফ্টিং
[D] হকি
ANS :
4 কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?
[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] তামিলনাড়ু
[D] মধ্যপ্রদেশ
ANS :
5 মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি ?
[A] MP
[B] MPP
[C] MCP
[D] MMP
ANS :
6 সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
[A] ওড়িশা
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধপ্রদেশ
[D] উত্তর প্রদেশ
ANS :
7 উপনিষদের মুখ্য বিষয় কি ?
[A] বেদান্ত
[B] ধর্ম
[C] স্তোত্র
[D] কোনটাই নয়
ANS :
8 সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
[A] হরিয়ানা
[B] জম্মু-কাশ্মীর
[C] হিমাচল প্রদেশ
[D] পাঞ্জাব
ANS :
9 বাংলা গদ্য সাহিত্যের প্রথম বইটির নাম কি ?
[A] কথোপকথন
[B] জ্ঞান মঞ্জুরী
[C] সংবাদ কৌমুদি
[D] কোনোটিই নয়
ANS :
10 যকৃতের রোগ কোনটি ?
[A] নিমোনিয়া
[B] জন্ডিস
[C] ব্রংকাইটিস
[D] কোনটাই নয়
ANS :