500+ MCQs On State Legislature | Indian Polity & Constitution Part 30 | UPSC CSE 2020 |
1 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিচারব্যবস্থা সম্পর্কে সত্য ?
[A] এটি পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন
[B] পার্লামেন্ট সুপ্রিমকোর্টকে এবং বিধানসভা হাইকোর্টকে নিয়ন্ত্রণ করে
[C] এটি একটি স্বাধীন সংস্থা
[D] কোনোটিই নয়
ANS :
2 সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান ও বস্ত্র সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ?
[A] ৪৬
[B] ৪৭
[C] ৪৮
[D] ৪৯
ANS :
3 বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে ?
[A] ১৫
[B] ১৬
[C] ১৮
[D] ১৯
ANS :
4 ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন কখন ?
[A] যুদ্ধ বা যুদ্ধের ভয় থাকলে
[B] সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা
[C] আর্থিক অস্থিরতা থাকলে
[D] উপরের সব কয়টির ক্ষেত্রে
ANS :
5 রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কখন ?
[A] কোনো বিষয়ে কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়
[B] এক বছরেরও অধিক সময় ধরে কোন বিল সংসদে মুলতুবি থাকে
[C] পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে
[D] কোনো বিল স্বাক্ষরের আগে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য আইনসভায় প্রেরণ করেছেন কিন্তু আইনসভা বিলটি পুনর্বিবেচনার জন্য রাজি হয়নি এমতাবস্থায়
ANS :
6 পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটি হলো কোনটি ?
[A] গ্রাম পঞ্চায়েত
[B] পঞ্চায়েত সমিতি
[C] আঞ্চলিক পরিষদ
[D] জেলা পরিষদ
ANS :
7 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থকমিশন গঠিত হয়েছে ?
[A] ২৭৫
[B] ২৮০
[C] ২৮২
[D] ৩২৪
ANS :
8 নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানের গণপরিষদ?
[A] ক্যাবিনেট মিশন প্ল্যান
[B] মাউন্টব্যাটেন প্ল্যান
[C] ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭
[D] ওয়েভেল প্ল্যান
ANS :
9 ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সম্বনিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে ?
[A] আমেরিকা যুক্তরাষ্ট্র
[B] কানাডা
[C] অস্ট্রেলিয়া
[D] নিউজিলান্ড
ANS :
10 ভারতের এটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ?
[A] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দ্বারা
[B] রাষ্ট্রপতি দ্বারা
[C] লোকসভায় সিম্পল মেজরিটি ভোটের মাধ্যমে
[D] প্রধানমন্ত্রী দ্বারা
ANS :