1 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংসদের উভয়কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?
[A] ৭৩
[B] ১১২
[C] ৩৬০
[D] ৩৭০
ANS :
2 উপরাষ্ট্রপতি হবার জন্য প্রয়োজনীয় নূন্যতম বয়স –
[A] ৩০ বছর
[B] ৩৫ বছর
[C] ৪০ বছর
[D] ২৫ বছর
ANS :
3 কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?
[A] সেনাপ্রধান
[B] রাষ্ট্রপতি
[C] উপরাষ্ট্রপতি
[D] প্রধানমন্ত্রী
ANS :
4 সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ১৪ বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা কোনো বিপদজনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ ?
[A] ২১
[B] ২২
[C] ২৩
[D] ২৪
ANS :
5 ভারতের কেন্দ্রসসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান হলেন কে ?
[A] রাজ্যপাল
[B] প্রধানমন্ত্রী
[C] লেফটেন্যান্ট গভর্নর
[D] রাষ্ট্রপতি
ANS :
6 ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্ক যুক্ত ?
[A] পশ্চিমবঙ্গ
[B] জম্মু ও কাশ্মীর
[C] কর্ণাটক
[D] আসাম
ANS :
7 লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন কে ?
[A] জি এস ধিল্ল
[B] হুকুম সিং
[C] এ আইয়াঙ্গার
[D] গণেশ বাসুদেও মাভলংকার
ANS :
8 সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য বিভিন্ন ‘লেখ’ জারি করতে পারে ?
[A] ৩২(১)
[B] ২২৬
[C] ২৮৬
[D] ৩২(৩)
ANS :
9 অর্থ কমিশনের গঠন কোন ধারায় বর্ণিত রয়েছে ?
[A] ২৭০
[B] ২৮০
[C] ৩২৪
[D] ২৯২
ANS :
10 অর্থ কমিশন গঠনের কথা ভারতের সংবিধানে কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে ?
[A] ২৮০
[B] ৩২৪
[C] ২২৬
[D] ৩৬৮
ANS :